Alipurduar: ছিলেন বৈঠকে, সরকারি ভবনের পাঁচ তলা থেকেই ঝাঁপ দিতে গেলেন শ্রমিক
Tea Garden: গত ২৯ ডিসেম্বর ডুয়ার্সকন্যার সামনে মেরিকো চা বাগানের শ্রমিকরা অবস্থানে বসেছিলেন। সারাদিন অবস্থান চলার পর রাতেও অবস্থান চলে। রাত ১০টা নাগাদ ডেপুটি লেবার কমিশনার এসে আশ্বাস দিয়ে অবস্থান তুলে দেন। গত ৩১ ডিসেম্বর বৈঠকের কথা জানানো হয়।

আলিপুরদুয়ার: মেরিকোর চা বাগানের অচলাবস্থা কাটাতে বৈঠক ডেকেছিল শ্রম দফতর। আর সেই বৈঠকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা শ্রমিকের। চাঞ্চল্যকর ঘটনা আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায়। ওই শ্রমিকের নাম মহাকাল ওরাও। তিনি তুলসীপাড়া চা বাগানের কর্মী।
আজ সোমবার জেলা শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু মেরিকো কোম্পানির কেউ হাজির হননি সেখানে। ছিলেন না সব ট্রেড ইউনিয়নের নেতারাও। বৈঠক ভেস্তে যাওয়ায় ক্ষোভে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তুলসীপাড়া চা বাগানের শ্রমিক মহাকাল ওঁরাও।
তাঁকে তড়িঘড়ি অন্য শ্রমিকরা ধরে ফেলায় তিনি পাঁচ তলা থেকে লাফ দিতে পারেননি। তাঁকে অন্য শ্রমিকরা উদ্ধার করেন। বৈঠক ভেস্তে যাওয়ায় ক্ষুদ্ধ শ্রমিকরা। এদিন ডুয়ার্সকন্যার সামনে প্রকাশ্যেই কেঁদে ফেলেন মহাকাল ওঁরাও।
উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর ডুয়ার্সকন্যার সামনে মেরিকো চা বাগানের শ্রমিকরা অবস্থানে বসেছিলেন। সারাদিন অবস্থান চলার পর রাতেও অবস্থান চলে। রাত ১০টা নাগাদ ডেপুটি লেবার কমিশনার এসে আশ্বাস দিয়ে অবস্থান তুলে দেন। গত ৩১ ডিসেম্বর বৈঠকের কথা জানানো হয়। ৩১ তারিখে বৈঠক হয়নি। আজ, সোমবার সেই বৈঠকেই হাজির হন শ্রমিকরা।
মেরিকোর সাতটি বাগানে অচলাবস্থা চলছে, একটি চা বাগান বন্ধ, পাঁচটি চা বাগানে ৪-৫ মাস ধরে মজুরি নেই শ্রমিকদের। একটি বাগান চললেও পিএফ, গ্র্যাচুয়িটি জমা হচ্ছে না। মোট ৭টি বাগানেরই অচলাবস্থা। সমস্যায় পড়েছেন শ্রমিকরা। শ্রম দফতর কিছুতেই মেরিকো কোম্পানিকে বৈঠকে হাজির করাতে পারছে না। তাদের বাতিল করে এসওপি-র মাধ্যমে অন্য কাউকেও বাগান হস্তান্তর করাতে পারছে না। যদিও এই নিয়ে ডেপুটি লেবার কমিশনার গোপাল বিশ্বাস বলেন, “আমরা চেষ্টা করছি।”
