Lottery: ভাগ্য ঘোরাতে লটারির টিকিট কাটেন? বড় খেলা ঘটছে কিন্তু, সতর্ক থাকুন…
Alipurduar: আলিপুরদুয়ার জেলা পুলিশের অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ি। শনিবার কামাখ্যাগুড়ি বাজারে আচমকা পুলিশ অভিযানে নামে। এরপরই বাজার এলাকায় তিন ব্যক্তিকে জাল লটারি বিক্রির অভিযোগে ধরে নিয়ে যায়। একইসঙ্গে উদ্ধার হয় প্রচুর জাল লটারির টিকিট।
আলিপুরদুয়ার: নিজের ভাগ্য পরখে লটারি কাটার শখ বহু মানুষের। রোজের বহু কষ্টের সঞ্চয় থেকেও অনেকেই লটারির টিকিট কাটেন। পাছে ফিরে যায় ভাগ্য। কিন্তু ভাগ্য ফেরানোর খেলার আড়ালে যে আরও বড় খেলা চলছিল, তা জানতে পেরে যায় আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। অবৈধ জাল লটারির বিরুদ্ধে অভিযান চলে শনিবার। তাতে তিনজনকে পাকড়াও করে পুলিশ।
আলিপুরদুয়ার জেলা পুলিশের অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ি। শনিবার কামাখ্যাগুড়ি বাজারে আচমকা পুলিশ অভিযানে নামে। এরপরই বাজার এলাকায় তিন ব্যক্তিকে জাল লটারি বিক্রির অভিযোগে ধরে নিয়ে যায়। একইসঙ্গে উদ্ধার হয় প্রচুর জাল লটারির টিকিট।
ভরা বাজারে এমন ব্যবসা। মানুষকে বোকা বানিয়ে ভালই পয়সা লুটছিলেন বলে অভিযোগ। যদিও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, এদিন কামাখ্যাগুড়ি এলাকায় প্রায় লক্ষাধিক টাকার লটারি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বড় কোনও চক্রের পর্দা ফাঁস হতে চলেছে বলেই মনে করছে তারা। এদিন জাল লটারির বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চলে। আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা থেকেও পুলিশ একজনকে আটক করেছে।