Alipurduar: দুধের শিশু-সহ একই পরিবারের ৩ জনকে আছড়ে-পিষে মারল বুনো হাতি
Alipurduar: ছেলেকে বাঁচাতে দৌড়ে আসেন মাখনরানি। তাঁকে পিষে মারে হাতিটি। মাখনরানির কোলে ছিল একরত্তি কন্যাশিশু মনীষা। ৩৫ দিনের ওই কন্যাশিশু ঠাকুমার কোল থেকে ছিটকে পড়ে। তারও মৃত্যু হয়। কয়েক মুহূর্তেই এক পরিবারের তিনজনের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলিপুরদুয়ার: গভীর রাতে লোকালয়ে বুনো হাতির হানা। দুধের শিশু-সহ একই পরিবারের তিনজনকে আছড়ে ও পিষে মারল। ঘটনাটি আলিপুরদুয়ারের কুঞ্জনগরের। মৃতদের নাম মনোজ দাস(৩১), মাখনরানি দাস(৬৩) এবং মনীষা দাস(১ মাস)। মৃতদেহগুলি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর জঙ্গল লাগোয়া সিংপাড়ায় বুনো হাতিটি চলে আসে। বাড়িতে ঘুমোচ্ছিলেন মনোজরা। বাড়ির বাইরে শব্দ পেয়ে তিনি বেরিয়ে আসেন। বুনো হাতির সামনে পড়ে যান। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে হাতিটি।
ছেলেকে বাঁচাতে দৌড়ে আসেন মাখনরানি। তাঁকে পিষে মারে হাতিটি। মাখনরানির কোলে ছিল একরত্তি কন্যাশিশু মনীষা। ৩৫ দিনের ওই কন্যাশিশু ঠাকুমার কোল থেকে ছিটকে পড়ে। তারও মৃত্যু হয়। কয়েক মুহূর্তেই এক পরিবারের তিনজনের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানান, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে।
এদিন সকালে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বনাঞ্চল থেকে বেরিয়ে প্রতিদিন লোকালয়ে আসে হাতিরা। হামলা চালায়। আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু, বন দফতরের কোনও হেলদোল নেই বলে তাঁদের অভিযোগ। এদিকে পথ অবরোধের ফলে ফালাকাটা থেকে কুঞ্জনগর হয়ে নয় মাইল যাওয়ার রাস্তায় যান চলালচল ব্যাহত হয়।

