Madhyamik 2022: দুয়ারে প্রশাসন! এক ফোনেই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির সামনে পৌঁছে যাবে গাড়ি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 05, 2022 | 9:13 PM

Madhyamik: আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ‍্যমিক পরীক্ষা। মাধ‍্যমিক পরীক্ষা চলাকালীন যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যায় না পড়ে তার জন‍্য এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

Madhyamik 2022: দুয়ারে প্রশাসন! এক ফোনেই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির সামনে পৌঁছে যাবে গাড়ি
আজ থেকে শুরু মাধ্যমিক। প্রতীকী চিত্র।

Follow Us

আলিপুরদুয়ার: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ডুয়ার্সের প্রত্যন্ত বনবস্তি এলাকা, চা বলয় থেকে অনেকেই পরীক্ষা দিচ্ছে এ বছর। প্রতি বছরই এখান থেকে ছেলেমেয়েরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক দেয়। বছরভর বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও আলোর পথে হাঁটার জন্য সবরকম লড়াই চালায় তারা। এবার সেই লড়াকুদের পাশে দাঁড়াতে এগিয়ে এল কালচিনি ব্লক প্রশাসন। বনবস্তি থেকে অনেক দুর্গম রাস্তা ধরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয় তাদের। পথে কোনওরকম সমস্যায় পড়লে তারা যাতে সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে তার জন্য হেল্পলাইন নম্বর চালু করল কালচিনি ব্লক প্রশাসন।

আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ‍্যমিক পরীক্ষা। মাধ‍্যমিক পরীক্ষা চলাকালীন যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যায় না পড়ে তার জন‍্য এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। শনিবার দলসিংপাড়া শ্রীগণেশ বিদ‍্যালয় হাইস্কুলে পরিদর্শনে এসে এ কথা জানান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ। বিডিও জানান, কালচিনি ব্লকের প্রত‍্যন্ত এলাকা, বনবস্তি এলাকা ও চা বলয় এলাকা থেকে মাধ‍্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যায়।

প্রত‍্যন্ত এলাকা থেকে মাধ‍্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসতে যদি কোনও সমস্যা হয় তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করলে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন‍্য গাড়ি পাঠানো হবে এবং গাড়ি করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়া হবে। শুধু তাই নয়, পরীক্ষা শেষ হলে আবারও ঘরের দরজা অবধি পৌঁছে দেবে ব্লক প্রশাসনের গাড়ি। কালচিনির বিডিও জানান, ইতিমধ্যে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েতে এই হেল্পলাইন নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে। কালচিনি ব্লকে চা বাগান, পাহাড়, জঙ্গল রয়েছে। তাই পরীক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে বিডিও জানান।

কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। নিজস্ব চিত্র।

বিডিও প্রশান্ত বর্মন বলেন, “কালচিনি ব্লক যেহেতু চা বাগান, বনবস্তি এবং জঙ্গল নিয়ে। বন জঙ্গল, নদী, পাহাড় এবং চা কেন্দ্রিক এই ব্লক। সামনেই মাধ্যমিক পরীক্ষা। আমরা তাই হেল্পলাইন নম্বর চালু করেছি। কারণ, এই ব্লকে চা বাগানের এমন কিছু জায়গা রয়েছে যেখানে গাড়ি ঢোকার সমস্যা রয়েছে। রাস্তা করে দেওয়া হলেও আমরা হেল্পলাইন নম্বর রাখছি। গ্রামপঞ্চায়েতগুলিতে সেই নম্বর দিয়ে নির্দেশ পাঠানো হয়েছে। আমাদের যে সমস্ত মাস্টারমশাইরা ভেন্যু ইনচার্জ থাকছেন, সেন্টারের দায়িত্বে যাঁরা থাকছেন তাঁদের সঙ্গে বৈঠক করে নিয়েছি। টোটা, অটো ইউনিয়নের সঙ্গেও কথা হয়েছে। রাভা বস্তি, সেন্ট্রাল ডুয়ার্স, তরিবাড়ি, একুশ মাইল, বাইশ মাইলের মত প্রত্যন্ত এলাকা থেকে যে ছাত্র ছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে, তারা যেন কোনও সমস্যায় না পড়ে।”

আরও পড়ুন: Madhyamik 2022: সোমবার থেকে শুরু মাধ্যমিক, সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির

আরও পড়ুন: Moynaguri: মানুষ জিতিয়েছেন, নিজে হাতে লাড্ডু বানিয়ে ওয়ার্ডবাসীকে খাওয়ালেন নির্দল কাউন্সিলর

Next Article