PM Narendra Modi: কেন্দ্রের কোন-কোন প্রকল্প বাংলায় কার্যকর হয়নি? তালিকা ধরে ধরে বললেন মোদী

PM Narendra Modi: আলিপুরদুয়ারের সভার শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যোপান্ত তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান মোদী। শুধু তাই নয়, কেন্দ্রের কোন-কোন প্রকল্প বাংলায় লাগু হয় না তার একটি তালিকাও তুলে ধরেন।

PM Narendra Modi: কেন্দ্রের কোন-কোন প্রকল্প বাংলায় কার্যকর হয়নি? তালিকা ধরে ধরে বললেন মোদী
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

May 29, 2025 | 4:31 PM

আলিপুরদুয়ার: অপারেশন সিঁদুরের পর বাংলায় প্রথম এলেও আগামী বিধানসভা ভোটের ডঙ্কা যে আজ প্রধানমন্ত্রী বাজিয়ে দিয়ে গেলেন তা বলার অপেক্ষা রাখে না। আলিপুরদুয়ারের সভার শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যোপান্ত তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান মোদী। শুধু তাই নয়, কেন্দ্রের কোন-কোন প্রকল্প বাংলায় লাগু হয় না তার একটি তালিকাও তুলে ধরেন।

পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য কেন্দ্রের প্রকল্প

মোদী বলেন,”চা বাগানের শ্রমিকদেরও ছাড়েনি এরা। এই সরকারের দুর্নীতির জন্য চা বাগান বন্ধ হচ্ছে। শ্রমিকদের হাতে কাজ নেই। পিএফ নিয়ে যা হয়েছে সেটা ঠিক নয়। গরিব মানুষকে টাকা দেওয়া হচ্ছে না। আর তৃণমূল সরকার এই দোষীদের বাঁচাচ্ছে। কিন্তু বিজেপি এটা হতে দেবে না। রাজনীতি নিজের জায়গায়, কিন্তু গরিব-দলিত- পিছিয়ে পড়া শ্রেণি-মহিলাদের সঙ্গে কেন রাজনীতি করছে তৃণমূল? ওবিসি নিয়ে যে যে সুবিধা আছে তা বাংলায় লাঘুই হতে দেয় না। একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার এখানে চালু করে না।”

আয়ুষ্মান ভারত
মোদী বলেন, “গোটা দেশে আয়ুষ্মান ভারত প্রকল্প মিলছে। কিন্তু এখানকার মানুষদের মিলছে না এই সেবা। দেশের সত্তরোর্ধ্ব ৫ লাখের উপরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা মিলছে। চাই এখানেও সেই সুবিধা মানুষ পাক। কিন্তু তৃণমূল সরকার তা করতে দিচ্ছে না।”

আবাস যোজনা প্রকল্প

মোদী বলেন, “বাংলায় একলাখের বেশি ঘর তৈরি হচ্ছে না। কারণ, তৃণমূল এখানে সেই গরীব লোকদের কাছ থেকে কাটমানি নিচ্ছে।”

বিশ্বকর্মা প্রকল্প

প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিবঙ্গের কারিগরী কাজ করা মানুষদের জন্য বিশ্বকর্মা প্রকল্প করেছে বিজেপি সরকার। কিন্তু এখনও ৮ লক্ষ মানুষের সেই পরিষেবা ঝুলে রয়েছে। কারণ, তৃণমূল সরকার তা লাগু করতে দেয়নি।”

পিএম জনমান যোজনা

মোদী বলেছেন, “আদিবাসীদের জন্যও কম শত্রুতা করেনি। পিএম জনমান যোজনাকে এখানে কার্যকর করতে দেয়নি এখানকার সরকার। আদিবাসীর সম্মান নিয়ে পরোয়া নিয়ে তৃণমূলের। বিজেপি দ্রৌপদী মূর্মুকে রাষ্ট্রপতি বানানোর সময় বিরোধিতা করেছিল তৃণমূলই।”

নীতি আয়োগ

নরেন্দ্র মোদীর অভিযোগ, “নীতি আয়োগ বৈঠক খুব গুরুত্বপূর্ণ মঞ্চ। সেখানে বিকাশ নিয়ে চর্চা হয়। কিন্তু বাংলার সরকার সেই বৈঠকে যোগই দেয়নি। তৃণমূলের তো শুধু ২৪ ঘন্টা রাজনীতি ছাড়া কিছুই আসে না। রাজ্যের প্রগতি, তাঁদের ইচ্ছাতেই নেই।”

একই সঙ্গে মোদীর সংযোজন, “পশ্চিমবঙ্গে ১৬টি পরিকাঠামো উন্নয়্ন প্রকল্প বন্ধ করে রেখেছে এখানকার সরকার।”