Purba Bardhaman: পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, গ্রেফতার চার
Purba Burdwan: গত সোমবারের ঘটনা। রায়নার কামারহাটি গ্রামে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি। তার কাছেই একটি পুকুরে এক যুবক মাছ ধরছিলেন। অভিযোগ, ওই যুবককে মাছ ধরতে দেখে আটকান মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। মহেন্দ্র হেমব্রম নামে ওই যুবককে ধরা হয়। তাঁকে আটকে মারধর করার অভিযোগ ওঠে। তাতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
পূর্ব বর্ধমান: মাছ চুরির চেষ্টায় মারধর ও মন্ত্রীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল মাধবডিহিতে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করল মাধবডিহি থানার পুলিশ। মাছ চুরির চেষ্টার অভিযোগে মারধর ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মাধবডিহি থানার পুলিশ বৃহস্পতিবার তাঁদের বর্ধমান আদালতে পেশ করে। ধৃতদের নাম শেখ কামালউদ্দিন, শেখ আব্বাসউদ্দিন, অয়ন মণ্ডল ও অনুপম মণ্ডল।
গত সোমবারের ঘটনা। রায়নার কামারহাটি গ্রামে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি। তার কাছেই একটি পুকুরে এক যুবক মাছ ধরছিলেন। অভিযোগ, ওই যুবককে মাছ ধরতে দেখে আটকান মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। মহেন্দ্র হেমব্রম নামে ওই যুবককে ধরা হয়।
অভিযোগ, সোমরাত রাতে জাল ফেলে মাছ ধরছিলেন ওই যুবক। ধরা পড়ে যেতেই শুরু হয় মারধর। গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরামবাগে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মহেন্দ্রকে ধরে বাড়ির ভিতর নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মারধর করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মাধবডিহি থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মঙ্গলবার বিকালে মাধবডিহিতে মন্ত্রীর বাড়িতে কয়েকজন চড়াও হন। লাঠিসোটা নিয়ে প্রদীপ মজুমদারের বাড়ি ঘেরাও করে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়।