দিলীপ ঘোষ ৪২০, দালাল: অনুব্রত মণ্ডল

ঋদ্ধীশ দত্ত |

Dec 08, 2020 | 5:27 PM

তাঁর অভিযোগ, মহিলাদের ‘সম্মান করতে জানে না দিলীপ’। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লেখার অযোগ্য ভাষা প্রয়োগ করেছেন বলেও দাবি অনুব্রতর।

দিলীপ ঘোষ ৪২০, দালাল: অনুব্রত মণ্ডল
ফাইল চিত্র।

Follow Us

পূর্ব বর্ধমান: বিজেপি রাজ্য সভাপতিকে ফের কুরুচিকর আক্রমণ বীরভূম তৃণমূল জেলা সভাপতির। দিলীপ ঘোষকে (Dilip Ghosh) এদিন ‘ফোর টোয়েন্টি দালাল’ বলে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর অভিযোগ, মহিলাদের ‘সম্মান করতে জানে না দিলীপ’। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লেখার অযোগ্য ভাষা প্রয়োগ করেছেন বলেও দাবি অনুব্রতর।

মঙ্গলবার পূর্ব বর্ধমানের আলিগ্রামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। এদিন দিগনগর ১ ও ২ নম্বর, বিল্বগ্রাম ও গুসকরা ২ নম্বর অঞ্চল নিয়ে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হয়। শুরু থেকেই সভা নরমে-গরমে চলছিল। তার মধ্যে বেশ কয়েকজন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সভায় বিষোদগার করেন অনুব্রত। তিন পর্যায়ে সভায় এমনিতেই ভাল মেজাজে ছিলেন না বীরভূমের কেষ্ট। তবুও সভা চলছিল। কিন্তু সাংবাদিকরা বিজেপি রাজ্য সভাপতির নাম বলতেই মেজাজ হারান তিনি। দিলীপ ঘোষকে ‘ফোর টোয়েন্টি দালাল’ বলেও থামেননি অনুব্রত। ‘জানোয়ার’ও বলেন।

কয়েকদিন আগে দিলীপ ঘোষ স্বাস্থ্য সাথী নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ওই কার্ড কোনও কাজ করবে না। সাংবাদিকরা এই প্রসঙ্গ তুলতেই তিনি মেজাজ হারান। বলেন ‘ও পাগল ছাগল লোক।‘

এদিনও তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা করেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২০০ থেকে ২২০টা আসনে জয়লাভ করবে।তিনি কেন্দ্রীয় কৃষি আইন নিয়েও তোপ দাগেন। অনুব্রতর কথায়, ‘রাজ্যে মমতা ব্যানার্জীর সরকার না থাকলে স্বাস্থ্য সাথী, সবুজসাথী, কন্যাশ্রী থাকবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারকে প্রয়োজন।‘

আরও পড়ুন: বিজেপি নিজের মিছিলে নিজেই লোক মারে, বিস্ফোরক মমতা

সম্মেলনে নেতা কর্মীদের তিনি বারংবার নির্দেশ দেন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের কাছে সরকারি প্রকল্পের কথা সুবিধার কথা বলতে হবে, বলেন তিনি। পাশাপাশি অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিদের কাছে কৈফিয়ত তলব করেন কেন অঞ্চলে বিধানসভা ভোটে ফল খারাপ হল।

আরও পড়ুন: নিজেদের শটগানেই প্রাণ হারিয়েছেন বিজেপি কর্মী: সুব্রত

Next Article