বিজেপি নিজের মিছিলে নিজেই লোক মারে, বিস্ফোরক মমতা
কথার রেশ টেনে বলেন, "ওঁরা নির্বাচনের সময় বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে উস্কায়। বিজেপি ঝড়ের বেগে কুত্সা রটায় আর আমাদের ঝড়ের বেগে কাজ শেষ করতে হবে।"
পশ্চিম বর্ধমান: বিজেপি নিজের মিছিলে নিজের লোকই মারে! বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের সভামঞ্চ থেকে তিনি বলেন, “বিজেপি কুৎসা করে ঝড়ে বেগে। মিথ্যা কথা বলে। লোক মারে। নিজেরাই মিছিল করে নিজের লোক মারে। ওই পার্টি আমরা নই। আমরা ঝড়ের বেগে উন্নয়ন চাই।” ওই কথার রেশ টেনেই তিনি বলেন, “ওঁরা নির্বাচনের সময় বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে উস্কায়। বিজেপি ঝড়ের বেগে কুৎসা রটায় আর আমাদের ঝড়ের বেগে কাজ শেষ করতে হবে।”
উত্তরকন্যা অভিযানে পুলিসের ‘গুলি’তে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। চলছে প্রতিবাদ, মোমবাতি মিছিলও। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট পেশ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। তদন্ত ভার হাতে নিয়েছে সিআইডি। মঙ্গলবার যখন রাজ্য জুড়ে চলছে বিজেপির প্রতিবাদ মিছিল, তখন রানিগঞ্জে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সোমবার তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে মঙ্গলবারের সভা থেকে যে তিনি বিজেপির উত্তরকন্যা অভিযান নিয়ে মন্তব্য করতে পারেন তা অনুমান করা গিয়েছিল।
এদিন কথার শুরুতে বেশ কিছুক্ষণ রাজ্য সরকারের নানা প্রকল্পের অগ্রগতি ও সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। এরপর প্রশাসনিক সভা থেকে আচমকাই বিজেপিকে আক্রমণ করেন। এরপরই সরাসরি বলেন, “বিজেপি নিজের মিছিলে নিজেই লোক মারে। বিজেপি ঝড়ের গতিতে কুৎসা রটায়, আর আমাদের ঝড়ের গতিতে কাজ করতে হবে।” বিজেপি কর্মীর মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের প্রশাসনিক প্রধানের এই ধরনের মন্তব্যে ইতিমধ্যে তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল।
আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’এ অনন্যার কামাল! রূপশ্রীর কন্যাদের ‘ফ্রি মেকওভার’
এদিকে, নিহত বিজেপিকর্মী উলেন রায়ের মৃত্যু নাকি খুব কাছ থেকে করা শটগানের গুলি বা ছররার গুলিতে হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এমনটাই দাবি করছে রাজ্য পুলিস। পুলিসকর্তাদের দাবি, এই ধরনের বন্দুক কখনই রাজ্য পুলিস ব্যবহার করে না, তা মিছিলেই কেউ ব্যবহার করেছে। এদিকে সোমবারই পুলিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। সোমবারই কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, দেশি বোমা ছোড়া হয়েছে পুলিসের তরফে। সব মিলিয়ে বিজেপি কর্মীর এই মৃত্যুকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন যে এখানেই শেষ হবে না, তা সহজেই আঁচ করা যাচ্ছে।