সিদ্দিকিকেই সামনে রেখে একুশের নির্বাচনে লড়বে মিম: ওয়েইসি

এ দিন সাংবাদিক বৈঠকে মিম প্রধান স্পষ্ট জানিয়ে দেন, একুশের নির্বাচনে মিম একা লড়ছে না। আব্বাস সিদ্দিকিকে সামনে রেখে লড়বে।

সিদ্দিকিকেই সামনে রেখে একুশের নির্বাচনে লড়বে মিম: ওয়েইসি
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 03, 2021 | 1:50 PM

হুগলি: সব জল্পনার অবসান ঘটিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি স্পষ্ট জানিয়ে দিলেন, একুশে নির্বাচনে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে তার দল কাজ করবে। সিদ্দিকিকে সামনে রেখেই নির্বাচনে লড়বে মিম।

রবিবার সকালে হঠাৎই মিম সুপ্রিমোর আগমনে জল্পনা তুঙ্গে ওঠে বাংলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, এ রাজ্যের কোনও মিম নেতাকে না জানেই দমদম বিমানবন্দরে পা রাখেন আসাদউদ্দিন ওয়েইসি। সকাল ৭টা নাগাদ তাঁর কনভয় বিমানবন্দর থেকে সোজা ফুরফুরা শরিফে চলে যায়। এরপর সিদ্দিকির বাড়ি “পির মহলে” ঘণ্টা খানেকের সাক্ষাৎ হয় ওয়েসির সঙ্গে।

এ দিন সাংবাদিক বৈঠকে মিম প্রধান স্পষ্ট জানিয়ে দেন, একুশের নির্বাচনে মিম একা লড়ছে না। আব্বাস সিদ্দিকিকে সামনে রেখে লড়বে। বাংলায় মিমকে শক্তিশালী করতে ফুরফুরা শরিফের পীরজাদার সমর্থন প্রয়োজন বলে জানান তিনি। বঙ্গে মিমের নির্বাচনে লড়ায় বিজেপি সুবিধা হতে পারে বলে যে জল্পনা উঠছে, এ নিয়ে ওয়েইসি জানান, এ তত্ত্ব সম্পূর্ণ ভ্রান্ত। মিম লড়ার আগেই বাংলায় বিজেপি ভাল ফল করেছে। বিহারে যেখানে মিম প্রার্থী দিয়েছে ইউপিএ জোটেরও ভাল ফল হয়। বিজেপিকে সুবিধা করে দিতে মিম লড়বে না বলে স্পষ্ট জানিয়ে দেন ওয়েইসি।

আরও পড়ুন- ফুরফুরা শরিফে আসাদউদ্দিন ওয়েইসি, বৈঠক আব্বাস সিদ্দিকির সঙ্গে

তবে, প্রশ্ন উঠছে সিদ্দিকি কি নতুন কোনও দল তৈরি করে ভোটের ময়দানে নামবে? এ প্রসঙ্গে সিদ্দিকির তরফে কোনও উত্তর না মিললেও ওয়েইসি স্পষ্ট জানিয়ে দেন, সিদ্দিকি যাই সিদ্ধান্ত নিক না কেন, মিম সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। তাঁর স্পষ্ট জবাব, সিদ্দিকিকেই সামনে রেখে মিম নির্বাচনে লড়বে। তবে, সিদ্দিকির অবস্থান এখন স্পষ্ট না হওয়ায় জল্পনা থেকেই যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়েক দিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও দেখা করেন সিদ্দিকির সঙ্গে। কংগ্রেস-বাম জোটের সঙ্গে তাঁকে লড়ার আহ্বান জানানো হয় বলে সূত্রে খবর।