আসানসোল: এবার বেসুরো আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari)। এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক কথা বললেন তিনি। চিঠি লিখলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেই চিঠি প্রকাশ্যেই আসতেই বিতর্ক দানা বেঁধেছে।
তাঁর অভিযোগ, “রাজনৈতিক কারণেই কেন্দ্রের টাকা উন্নয়নের কাজে ব্যবহার করতে বাধা দেওয়া হচ্ছে।” পুরমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের ২০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। রাজনৈতিক কারণে পুর দফতর এই টাকা নিতে দেয়নি। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা নিতে বাধা দেওয়া হয়েছে কেবল রাজনৈতিক কারণে।”
তিনি অভিযোগ করেন, একই কারণেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা থেকেও বঞ্চিত হয়েছে আসানসোল। প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়কের এই চিঠি সাম্প্রতিক বঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
বিজেপি নেতৃত্ব এর আগে একাধিকবার এই অভিযোগ তুলেছেন। রাজ্য নাকি কেন্দ্রের পাঠানো টাকা উন্নয়নের কাজে ব্যবহার করে না। কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। শেষ বঙ্গ সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও অভিযোগ করেন, “আমফানে ১ হাজার কোটি টাকা আগাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই টাকা রাজ্য সরকার খরচ করতে পারেনি, দুর্নীতি হয়েছে। হাইকোর্ট CAG অডিট করতে বললে মমতা সুপ্রিম কোর্টে গেছেন। দুর্নীতি করেছেন বলেই তো ভয় পাচ্ছেন।”
আরও পড়ুন: মমতার পরই অমিতের সভা মেদিনীপুরে, বিজেপির নতুন কৌশল কি ‘ম্যান মার্কিং’!
যখন দুর্নীতি ইস্যুতে প্রধান প্রতিপক্ষ বিঁধছে, তখন দলেরই বিধায়কের এহেন অভিযোগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল শিবির।