মমতাকে অনুকরণ? এবার শিলিগুড়ির দুয়ারে দুয়ারে অশোক-প্রশাসন
তিনি বলেন,"শাসক দলের ওই প্রচার দুয়ারে সরকার নয়, ওটা যমের দুয়ারে সরকার। আমি বাড়ি বাড়ি যাচ্ছি। যেসব অভিযোগ পৌরসভা সম্পর্কিত তা আমিই সমাধান করব। বাকি যেসব অভিযোগ পেয়েছি তা রাজ্য সরকারকে জানাবো।"
শিলিগুড়ি: রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে জোর প্রচার চালাতে শুরু করেছে শাসক দল। লম্বা লাইন, ‘দুয়ারে সরকার’ ঘিরে আম জনতার উচ্ছ্বাসও নেহাত কম নয়। এবার শিলিগুড়িতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছতে শুরু করলেন পুর প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। সরাসরি বাড়ি বাড়ি পৌঁছে আম জনতার অভাব, অভিযোগ শুনে তা সমাধানের কাজ শুরু করলেন অশোকবাবু।
শিলিগুড়ি এমনিতেই অশোক ভট্টাচার্যের খাসতালুক। হাতের তালুর মতোই অলিগলি মহল্লার হাল হকিকতের খবর রাখেন বিধায়ক। ঘাসফুলের হাওয়ায় একবার হারলেও ফের শিলিগুড়িতে নিজের মৌরুসিপাট্টা গড়ে তুলেছেন অশোক ভট্টাচার্য। বহু চেষ্টা করেও এখানে একটিও বিধানসভা আসন জিততে পারেনি রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনের আগে দুয়ারে সরকার কর্মসূচিতে ভর করে জোর প্রচার চালাচ্ছে তৃণমূল। পাল্টা প্রচারে নামলেন অশোক ভট্টাচার্যও। দুয়ারে দুয়ারে পৌঁছলেন নিজেই। একদা বাম দলে থাকলেও পরবর্তীতে তৃণমূলে নাম লেখানো কাউন্সিলর দুর্গা সিং এর ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের অভাব, অভিযোগের কথা শুনলেন তিনি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ অবশ্য এই কর্মসূচির সঙ্গে বারবার মমতার ‘দুয়ারে সরকার’-এর মিল টেনে আনছেন।
তবে তা মানতে নারাজ অশোক ভট্টাচার্য। তিনি বলেন,”শাসক দলের ওই প্রচার দুয়ারে সরকার নয়, ওটা যমের দুয়ারে সরকার। আমি বাড়ি বাড়ি যাচ্ছি। যেসব অভিযোগ পৌরসভা সম্পর্কিত তা আমিই সমাধান করব। বাকি যেসব অভিযোগ পেয়েছি তা রাজ্য সরকারকে জানাবো।”
আরও পড়ুন: প্রকাশিত ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি
সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে শীতকালেও পশ্চিবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শাসক দলের একাধিক নেতা জোড়াফুল থেকে পদ্মফুলে লাফ দিয়েছেন। বারবার বিজেপি নিশানা করছে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেতৃত্বকে। পাল্টা দিচ্ছেন ফিরহাদ, সৌগতরাও। অন্য দিকে বাম কংগ্রেস জোটে সবুজ সঙ্কেত দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। সব মিলিয়ে রাজ্য রজনীতিতে এখন মসনদ দখলের জোর লড়াই।