তালিকায় কোটিপতিদের ছড়াছড়ি, জেনে নিন প্রথম দফার প্রার্থীদের সম্পত্তির পরিমাণ

ঋদ্ধীশ দত্ত |

Mar 24, 2021 | 11:28 PM

প্রার্থীদের আর্থিক দশা কেমন, কোন দলের প্রার্থীরা কতটা ধনী, কারাই বা আর্থিকভাবে দুর্বল। সেই সমস্ত তথ্যই প্রকাশ্য আনা হচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে।

তালিকায় কোটিপতিদের ছড়াছড়ি, জেনে নিন প্রথম দফার প্রার্থীদের সম্পত্তির পরিমাণ
অলংকরণ-অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021) শুরু হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহলের মোট ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ভাগ্য পরীক্ষায় নামছেন নানা দলের মোট ১৯১ জন প্রার্থী। সেই প্রার্থীদের আর্থিক দশা কেমন, কোন দলের প্রার্থীরা কতটা ধনী, কারাই বা আর্থিকভাবে দুর্বল। সেই সমস্ত তথ্যই প্রকাশ্য আনা হচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে।

ভোটপ্রার্থীদের সম্পত্তির খতিয়ান সর্বদাই মুখরোচক বিষয় আম জনতার জন্য। রাজনৈতিক দলের নেতারা হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব জানতে চান অনেকেই। এতে কোনও ভুল নেই। ভোটারদের তা জানার পুরোপুরি অধিকার রয়েছে। এ বারের ভোটপ্রার্থীদের সম্পত্তির হিসেব নিকেশ দেখাব আপনাদের।

তালিকায় কোটিপতিদের ছড়াছড়ি

সম্পত্তির পরিমাণ ২ কোটি থেকে তার বেশি, প্রথম দফার প্রার্থী তালিকায় এমন সাত জন প্রার্থীর নাম রয়েছে। যা মোট প্রার্থীর ৪ শতাংশ। এর পরের ধাপে ৫০ রয়েছেন তাঁরা যাদের সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ থেকে ২ কোটি। প্রথম দফায় এমন প্রার্থী রয়েছেন ৪০ জন। যা মোট প্রার্থীদের ২১ শতাংশ।

আরও পড়ুন: একুশে কি ত্রিশঙ্কু বিধানসভা, নাকি একক সংখ্যাগরিষ্ঠতা? কী বলছে সমীক্ষা?

লাখপতিদের আধিক্যই বেশি

কোটিপতিদের থেকে নজর ঘোরালে দেখা যাবে, এই তালিকায় লাখপতিদের সংখ্যাই সর্বাধিক। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ, প্রথম দফায় এমন প্রার্থী রয়েছেন ৬৯ জন। যা মোট প্রার্থীর ৩৬ শতাংশ।

অন্যদিকে, আর্থিকভাবে তুলনায় কম ধনীর তালিকায় রয়েছে ৭৫ জন প্রার্থী। এদের সকলের স্থাবর এ অস্থাবর সম্পত্তির মিলিত পরিমাণ ১০ লক্ষ টাকার কম। মোট প্রার্থীদের মধ্যে এদের হার ৩৯ শতাংশ।

আরও পড়ুন: একুশে কার দখলে উত্তরবঙ্গ? দক্ষিণের হাওয়া কোন পালে? জানুন পূর্ণাঙ্গ সমীক্ষা

 

 

Next Article