Maoist attack: মাওবাদীদের পাতা ফাঁদে পা! মৃত্যু মেদিনীপুরের এক CRPF জওয়ানের, আহত বাঁকুড়ার আরও এক জওয়ান
Maoist attack: জানা গিয়েছে শনিবার বিকালে, কর্তব্যরত অবস্থাতেই ঝাড়খন্ডের পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা থানা এলাকায় মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন এ রাজ্যের দুই সিআরপিএফ জওয়ান।

বাঁকুড়া: ফের মাওবাদীকে আক্রমণে প্রাণ গেল ভারতীয় সেনা জওয়ানের। ঝাড়খন্ডে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এ রাজ্যের এক সিআরপিএফ জওয়ানের। গুরুতর আহত হয়েছেন এ রাজ্যেরই আরও এক জওয়ান। মৃত জওয়ানের বাড়ি পশ্চিম মেদিনীপুরে এবং আহত জওয়ানের বাড়ি বাঁকুড়ায় বলে জানা গিয়েছে। খবর আসতেই শোকের ছায়া মেদিনীপুরের জওয়ানের বাড়িতে। অন্যদিকে একরাশ উৎকন্ঠা আর উদ্বেগে মধ্যে রয়েছেন বাঁকুড়ার সদর থানার রাজগ্রাম এলাকার বাসিন্দা আহত সিআরপিএফ জওয়ান পার্থ প্রতিম দের পরিবার।
জানা গিয়েছে শনিবার বিকালে, কর্তব্যরত অবস্থাতেই ঝাড়খন্ডের পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা থানা এলাকায় মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন এ রাজ্যের দুই সিআরপিএফ জওয়ান। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে এয়ার অ্যাম্বলেন্সে করে রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুনীল কুমার মণ্ডল নামে আহত এক জওয়ানের। অন্যদিকে অপর জওয়ান পার্থপ্রতিম দে এখনও চিকিৎসাধীন রয়েছেন রাঁচির ওই হাসপাতালেই।
শনিবারই ঘটনার খবর এসে পৌঁছায় আহত পার্থ প্রতিম দে-র বাঁকুড়ার রাজগ্রামের বাড়িতে। তারপর থেকেই উদ্বেগে পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, এক সহকর্মীর ফোনে পার্থপ্রতিমের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এদিনই তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের কথা রয়েছে। ঘটনার খবর পেয়ে এদিন আহত জওয়ানের পরিবারে যান বাঁকুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলার অপর্ণা চট্টোপাধ্যায়। আহত জওয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।





