Bankura: চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, যুবককে বাস থেকে নামিয়ে জুতোপেটা উত্তেজিত জনতার
Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটা গামী একটি যাত্রীবাহী বাসে চড়ে রাইপুরে টিউশন পড়তে যাচ্ছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী। বাসের সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই নানা অছিলায় ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

রাইপুর: নাবালিকা এক ছাত্রীকে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ। এক যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করল স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা। এদিন সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাইপুর থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্ত যুবককে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটা গামী একটি যাত্রীবাহী বাসে চড়ে রাইপুরে টিউশন পড়তে যাচ্ছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। বাসের সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই নানা অছিলায় ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাসটি রাইপুর ট্রাফিক মোড়ে আসতেই ওই নিগৃহিতা ছাত্রী কাঁদতে কাঁদতে বাস থেকে নামলে সন্দেহ হয় সহযাত্রীদের। তাঁদের কাছেই পুরো ঘটনা খুলে বলেন ওই নাবালিকা।
মেয়েটির মুখে যুবকের কীর্তির কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন সহযাত্রীরা। বাসের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাও। সকলে মিলে ওই যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করেন। জুতোপেটাও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাইপুর থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে।





