AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার আগেই গাছ পড়ে আহত ৭

Bankura: তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতির নেতৃত্বে ৩ টি গাড়িতে চড়ে সোমবার সন্ধ্যায় দিঘার উদ্দেশে রওনা দেন স্থানীয় মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ ২০ জন তৃণমূল কর্মী। গাড়িগুলি জয়পুর জঙ্গলে ঢোকার মুখে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়।

Bankura: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার আগেই গাছ পড়ে আহত ৭
ঝড়ে গাছ পড়ে আহত ৭Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2025 | 11:26 AM
Share

বাঁকুড়া: ভিড় এড়াতে মঙ্গলবার সকাল থেকেই দিঘায় ছোট গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই আগের রাতেই ৩ টি ছোট গাড়িতে করে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ মোট প্রায় ২০ জন তৃণমূল কর্মী। কিন্তু ঝড়ে উড়ে আসা গাছের ডাল চলন্ত একটি গাড়ির উপর ভেঙে পড়ায় রাস্তাতেই গুরুতর জখম হলেন তাঁরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জয়পুরের জঙ্গলে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতির নেতৃত্বে ৩ টি গাড়িতে চড়ে সোমবার সন্ধ্যায় দিঘার উদ্দেশে রওনা দেন স্থানীয় মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ ২০ জন তৃণমূল কর্মী। গাড়িগুলি জয়পুর জঙ্গলে ঢোকার মুখে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের মাঝেই গাড়ি চালিয়ে দ্রুত বিষ্ণুপুরের দিকে এগোতে থাকেন তৃণমূল কর্মীরা। কিন্তু জঙ্গলের মাঝামাঝি একটি গাছের ডাল ভেঙে আছড়ে পড়ে তৃনমূল কর্মীদের একটি গাড়ির উপর।

ঘটনার আকস্মিকতায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে নেমে জঙ্গলের মধ্যে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ও অন্যান্য তৃণমূল কর্মীরা আহতদের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে তৃণমূল কর্মীদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই আহতদের চিকিৎসা চলছে।