Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: অনেক ডেকেও সাড়া পাননি সহকর্মীরা, পরিত্যক্ত কোয়ার্টার থেকে পুলিশ কর্মীর দেহ উদ্ধার

Bankura: থানা সূত্রে জানা গিয়েছে, নতুন নাইলন দড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হরেন্দ্রনাথ বাউরীর মৃতদেহ ঝুলছিল। দেহটি উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।

Bankura: অনেক ডেকেও সাড়া পাননি সহকর্মীরা, পরিত্যক্ত কোয়ার্টার থেকে পুলিশ কর্মীর দেহ উদ্ধার
বাঁকুড়ার পুলিশ কর্মীর দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 2:17 PM

বাঁকুড়া: থানা চত্বরের পরিত্যক্ত কোয়ার্টার থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে  চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ছাতনা থানায়।  শুক্রবার রাতে থানা চত্বরে থাকা একটি পরিত্যক্ত কোয়ার্টারে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম হরেন্দ্র নাথ বাউড়ি। এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ছাতনা থানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে হরেন্দ্রনাথ বাউড়ি নামের ছাতনা থানার এক কনস্টেবলকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন। এরপরই ছাতনা থানা চত্বরে একটি পরিত্যক্ত কোয়ার্টারে সিলিং থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান সহকর্মীরা।

থানা সূত্রে জানা গিয়েছে, নতুন নাইলন দড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হরেন্দ্রনাথ বাউরীর মৃতদেহ ঝুলছিল। দেহটি উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কোনও মানসিক কারণে আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এক সহকর্মী বলেন, “আমি তো ওঁকে ডাকতে গিয়েছিলাম। ডাকছিলাম, সাড়া মিলছিল না বুঝতে পারছি না কেন এরকম করল।” পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে।