Bankura: উপর থেকে সোজা পড়লেন নিচে, চড়কমেলায় বড় দুর্ঘটনা
Bankura: রাজ্যের দিকে দিকে পালিত হচ্ছে গাজন উৎসব। সেই গাজনেরই অন্যতম অঙ্গ চড়ক। কিন্তু সেই আনন্দ উৎসবেই একের পর এক দুর্ঘটনা। গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে চড়ক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ভক্ত।

বাঁকুড়া: চড়ক থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ভক্ত। ঘটনাটি ঘটেছে সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে। যার জেরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বস্তুত, সোমবার রাতেও চড়ক ভেঙে পড়ে বাঁকুড়ার ওন্দায়। সেই সময়ও গুরুতর জখম হয়েছিলেন দুই ভক্ত।
রাজ্যের দিকে দিকে পালিত হচ্ছে গাজন উৎসব। সেই গাজনেরই অন্যতম অঙ্গ চড়ক। কিন্তু সেই আনন্দ উৎসবেই একের পর এক দুর্ঘটনা। গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে চড়ক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ভক্ত। আহত ব্যক্তির নাম ডালিম দাস। বাড়ি উত্তর নিত্যানন্দপুরের রাজাপাড়া এলাকায়। আহতকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরানো রীতি নিতি মেনে সোনামুখীর নিত্যানন্দপুরে চড়ক উৎসবের আয়োজন করা হয়। চড়ক শুরুর আগে চড়কটি ঠিকঠাক রয়েছে কি না তা দেখতে চড়কের উপরে ওঠেন ডালিম দাস নামের ওই ভক্ত। তখন হঠাৎ করেই হাত ফস্কে চড়কের উপর থেকে নিচে পড়ে যান তিনি। চড়ক থেকে ভক্তর নিচে পড়ার সেই ভিডিয়ো ক্যামেরা বন্দি করেন এক দর্শনার্থী।
স্থানীয় বাসিন্দা জয়ন্ত বিশ্বাস বলেন, “প্রতি বছরই চড়কই উৎসব হয়। চড়ক থেকে হাত ফস্কে পড়ে আহত হয়েছেন। অবস্থা খুবই খারাপ।”





