Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura BJP Leader: আইসিকে ‘বিবস্ত্র’ করার হুমকি দিয়েছিলেন, বিতর্কিত সেই নেতাই ফের বললেন, ‘উলঙ্গ রাজ চলছে’

Bankura: পথ অবরোধ, বেআইনি জমায়েত ও সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। শুক্রবার পুলিশ তাঁকে বাঁকুড়া জেলা আদালতে নিয়ে যায়।

Bankura BJP Leader: আইসিকে 'বিবস্ত্র' করার হুমকি দিয়েছিলেন, বিতর্কিত সেই নেতাই ফের বললেন, 'উলঙ্গ রাজ চলছে'
বিতর্কিত বিজেপি নেতা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 6:40 AM

বাঁকুড়া : আইসিকে প্রাকশ্যে বিবস্ত্র করার হুমকি। বাঁকুড়ায় বৃহস্পতিবার বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা জীবন চক্রবর্তী। পথ অবরোধ, বেআইনি জমায়েত ও সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। শুক্রবার পুলিশ নিয়ে যায় বাঁকুড়া জেলা আদালতে। এরপর আদালত চত্বরেই দাঁড়িয়ে ফের বিতর্ক উসকে দিয়ে বলেন, ‘উলঙ্গ রাজ চলছে। বিপন্ন গণতন্ত্র’। বিজেপি নেতার এই বক্তব্যে আবারও শুরু হয়েছে জলঘোলা।

বৃহস্পতিবার বাঁকুড়ার ছাতনা গ্রামে একটি পুকুর সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ তুলে দুবরাজপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি। ছাতনা থানার পুলিশ সেই অবরোধ তুলতে গেলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সে সময় মাইক্রোফোন হাতে বিজেপি নেতা জীবন চক্রবর্তী ছাতনা থানার আইসি আশিস জৈন এর উদ্যেশ্যে বিভিন্ন কুকথা বলেন বলে অভিযোগ। আইসিকে বিবস্ত্র করার প্রকাশ্য হুমকিও দেন। এরপরই ছাতনা থানার পুলিশ জীবন চক্রবর্তী সহ তিন জনকে অবরোধস্থল থেকে বেআইনি জমায়েত, পথ অবরোধ সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে।

কী ঘটেছিল বৃহস্পতিবার?

বাঁকুড়ার ছাতনা গ্রামের বাঁকাপাড়া নামের একটি পুকুরে ‘জল ধরো জল ভরো’ প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে খননকার্য শুরু করে রাজ্য সরকার। ওই পুকুর খননের কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে এই অভিযোগ তুলে ওইদিন ছাতনার দুবরাজপুর মোড়ে জীবন চক্রবর্তীর নেতৃত্বে পথ অবরোধ করে বিজেপি। অবরোধের জেরে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ছাতনা থানার আইসি আশিস জৈন এর নেতৃত্বে পুলিশ বাহিনী পথ অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপরই বিজেপি নেতা জীবন চক্রবর্তী মাইক হাতে আইসিকে বিবস্ত্র করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি আইসি-কে উদ্যেশ্য করেও তিনি পরিবার তুলে বিভিন্ন ধরনের কটূক্তি করেন বলেও অভিযোগ। পরে এ বিষয়ে জীবন চক্রবর্তী আইসির বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সাফাইও দেন। তৃণমূলের তরফ থেকে বিজেপি নেতার এই মন্তব্যর কড়া সমালোচনা করা হয়েছে। এদিকে, বিজেপি নেতৃত্ব জানিয়েছিল ছাতনার ওই কর্মসূচী বিজেপির দলীয় কর্মসূচী ছিল না। এই ধরনের মন্তব্য বিজেপির সংস্কৃতি নয় বলেও দাবি বিজেপি নেতৃত্বের। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ।

আরও পড়ুন: Petrol Diesel Price: মধ্যবিত্তের মাথার ওপর জ্বালানির খাঁড়া, শনিবার থেকে আরও মহার্ঘ্য পেট্রোল-ডিজেল