Bankura Didir Doot: ‘দিদির দূত’ যেতেই গঙ্গাজল দিয়ে পঞ্চায়েত শুদ্ধিকরণ বিজেপির
Bankura Didir Doot: তৃণমূলের দাবি, বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের একাধিক বেনিয়ম ঢাকতেই এমন কাজ করা হচ্ছে।
বাঁকুড়া: পঞ্চায়েত থেকে ‘দিদির দূত’ ফিরে যেতেই গোবর ও গঙ্গাজল দিয়ে পঞ্চায়েত শুদ্ধিকরণ করলেন বিজেপি বিধায়ক। ঘটনাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিজেপি পরিচালিত বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি বিধায়কের এমন কর্মকাণ্ডকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের একাধিক বেনিয়ম ঢাকতেই এমন কাজ করা হচ্ছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র বাঁকুড়া জেলা সভাপতি রথীন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি পালন করে তৃণমূল। সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে গতকাল বিকালে বিজেপি পরিচালিত জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান তৃণমূলের নেতা কর্মীরা।
পঞ্চায়েতের পদাধিকারীদের সঙ্গে তাঁরা বিভিন্ন উন্নয়নমূলক আলোচনা সেরে ফিরে যেতেই ওই গ্রাম পঞ্চায়েতে হাজির হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। অনুগামীদের সঙ্গে নিয়ে গ্রাম পঞ্চায়েতে গিয়ে নিজে হাতে গোবর জল ও গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত শুদ্ধিকরণ করেন তিনি। বিধায়কের দাবি, “তৃণমূলের নেতারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে ভূমিকে অপবিত্র করে দিয়ে গিয়েছেন। ফের গোবর জল ও গঙ্গাজল ছিটিয়ে পুনরায় পবিত্র করা হল।” তৃণমূলের দাবি, ‘দিদির দূত’ হিসাবে গিয়ে এলাকায় পরিষেবা ও বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প সম্পর্কে বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। তা চাপা দিতেই বিজেপি বিধায়কের এমন কাজ।