AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Didir Doot: হায় রে দিদির দূত! এবার কর্মসূচিতে গিয়ে বিধায়কের কাছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরাল ছাত্র পরিষদ

Bankura Didir Doot: অঞ্চল সভাপতিকে দল থেকে বহিষ্কারের দাবি তুলে দলীয় বিধায়কের কাছে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা।

Bankura Didir Doot: হায় রে দিদির দূত! এবার কর্মসূচিতে গিয়ে বিধায়কের কাছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরাল ছাত্র পরিষদ
বাঁকুড়া বিক্ষোভের মুখে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
| Edited By: | Updated on: Mar 24, 2023 | 9:23 AM
Share

বাঁকুড়া: তৃণমূল ছাত্র পরিষদের এক সক্রিয় কর্মীকে সামাজিক মাধ্যমে অশালীন আক্রমণ করেছে দলের এক অঞ্চল সভাপতি। এই অভিযোগ তুলে ওই অঞ্চল সভাপতিকে দল থেকে বহিষ্কারের দাবি তুলে দলীয় বিধায়কের কাছে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ব্লকের মেলেড়া অঞ্চলে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে সরকারি বিভিন্ন পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে একাধিকবার পড়তে হয়েছে তৃনমূল নেতাদের। তবে বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুর ব্লকের মেলাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই কর্মসূচিতে গিয়ে তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তীকে পড়তে হল দলেরই ছাত্র সংগঠনের ক্ষোভের মুখে। স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা বিধায়ককে ঘিরে দাবি তুলতে থাকেন অবিলম্বে তৃণমূলের স্থানীয় ঢেকো অঞ্চলের সভাপতিকে বহিষ্কার করতে হবে। কারণ হিসাবে তৃণমূল ছাত্র পরিষদের যুক্তি ঢেকো অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি পুলক সিং সামাজিক মাধ্যমে অশালীন ভাষায় তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীকে আক্রমণ করেছেন।

দলের ছাত্র সংগঠনের কর্মীদের কাছে এমন অভিযোগ শুনে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য দলের ব্লক নেতৃত্বকে নির্দেশ দেন বিধায়ক অরুপ চক্রবর্তী। এরপরও ওই অঞ্চল সভাপতির বিরুদ্ধে দল ব্যবস্থা না নিলে সেক্ষেত্রে এর শেষ দেখে ছাড়ার হুমকি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বিষয়টি নিয়ে অভিযুক্ত অঞ্চল সভাপতি পুলক সিং-এর বক্তব্য পাওয়া যায়নি।

দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিধায়কদের বিক্ষোভের মুখে পড়ায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। সামনেই পঞ্চায়েত নির্বাচন। জনগণের মনোভাব বুঝতেই এহেন উদ্যোগ নিয়েছিল শাসকদল। কিন্তু তাতে যে দলীয় অন্দরেই ক্ষোভই এভাবে প্রকাশ্যে চলে আসবে, তা হয়তো ভাবেননি শীর্ষ নেতৃত্বও। এতে অস্বস্তিতে শাসকদল।