Bankura: আবারও প্লাবনের আশঙ্কা, জলের তলায় রাজ্য সড়ক-সেতু!

Bankura Flood Situation: বাঁকুড়ার খাতড়া মহকুমা সদরের সঙ্গে সিমলাপাল ব্লক এলাকার যোগাযোগের অন্যতম সড়ক খাতড়া সিমলাপাল রাজ্য সড়ক। সেই সড়কে সিমলাপালের অদূরেই রয়েছে শিলাবতী নদীর সেতু। গত বুধবার থেকে লাগাতার ভারী বৃষ্টিতে ক্রমশ শিলাবতী নদীর জলস্তর বাড়তে শুরু করে।

Bankura: আবারও প্লাবনের আশঙ্কা, জলের তলায় রাজ্য সড়ক-সেতু!
প্লাবিত বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 23, 2025 | 12:07 PM

বাঁকুড়া: ভারী বৃষ্টির জেরে এবার জলের তলায় চলে গেল খাতড়া সিমলাপাল রাজ্য সড়কের শিলাবতী সেতু। শনিবার সকাল থেকে ওই সেতুর উপর দিয়ে শিলাবতী নদীর জল বেগে বইতে থাকায় ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় পুলিশ ও প্রশাসন। ফলে ওই সড়ক দিয়ে খাতড়া ও সিমলাপাল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল। বাঁকুড়ার খাতড়া মহকুমা সদরের সঙ্গে সিমলাপাল ব্লক এলাকার যোগাযোগের অন্যতম সড়ক খাতড়া সিমলাপাল রাজ্য সড়ক। সেই সড়কে সিমলাপালের অদূরেই রয়েছে শিলাবতী নদীর সেতু। গত বুধবার থেকে লাগাতার ভারী বৃষ্টিতে ক্রমশ শিলাবতী নদীর জলস্তর বাড়তে শুরু করে।

শনিবার সকালে নদীর জল বেগে বইতে থাকে শিলাবতী নদীর সেতুর উপর দিয়ে। বিপদের আশঙ্কায় ওই সেতু দিয়ে যাতায়াত আজ সকাল থেকে বন্ধ করে দেয় পুলিশ ও  প্রশাসন। সেতুর দুদিকে মোতায়েন করা হয় সিভিক কর্মীদের। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ওই রুটে যাতায়াতকারী একাধিক যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,  নতুন নিম্নচাপে আরও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই আরও বৃষ্টি।  শনিবার রাজ্যের ১০ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত। আবার নতুন করে বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ৩৩ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি।