Weather Update: ঘূর্ণাবর্ত ভোলবদলে এবার নিম্নচাপ! ৮ জেলায় কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের
Rain Forecast Update: সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ২৩ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা থাকছে।

কলকাতা: সক্রিয় বর্ষা, দক্ষিণবঙ্গ জুড়ে ফের প্রবল দুর্যোগের পূর্বাভাস। ঘূর্ণাবর্তর দোসর মৌসুমি অক্ষরেখা। এদিন দক্ষিণবঙ্গের ৮ জেলায় কমলা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। উপকূল ও পশ্চিমের ৮ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এদিন। কলকাতা-সহ ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত। বহু এলাকা নতুন করে জলমগ্ন হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গেও। এরইমধ্যে আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে।
একনজরে এদিন যে সমস্ত জেলায় অতি ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে…
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
পুরুলিয়া
বাঁকুড়া
পশ্চিম বর্ধমান
বীরভূম
ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায়। অন্যদিকে এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে…
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
পুরুলিয়া
পূর্ব ও পশ্চিম বর্ধমান
বীরভূম
মুর্শিদাবাদ
নদিয়া
উত্তরে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। রবিবার দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে।
কোথায় কত বৃষ্টি?
গত ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গ প্রবল বর্ষণের সাক্ষী থেকেছে। কাকভেজা হয়েছে কলকাতাও। শুধু পানাগড়েই বৃষ্টি হয়েছে ১৮৮ মিলিমিটার। বর্ধমানে ১১২ মিলিমিটার। সাগরদ্বীপে ১০৬ মিলিমিটার। বহরমপুরে ১০২ মিমি। ক্যানিংয়ে ৮০ মিমি। বাঁকুড়ায় ৭৬ মিলিমিটার। আসানসোলে ৬৮ মিলিমিটার।
সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ২৩ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা থাকছে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে। বৃষ্টি হয়েছে ৩১.৪ মিলিমিটার।
