Weather Update: ২২-২৩ তারিখ বড়সড় নিষেধাজ্ঞা উত্তর বঙ্গোপসাগরে! আর কী জানাচ্ছে আবহাওয়া দফতর
Weather Update: রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি হবে। বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: রোদের দেখা মিললেও সিংহভাগ সময় মেঘলাই থাকবে কলকাতার আকাশ। প্রত্যেকদিনই বিক্ষিপ্তভাবে মাঝেমধ্যেই বৃষ্টি হবে। আবহাওয়া দফতর বলছে আগামী কয়েকদিন এমনই থাকবে কলকাতার আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
এদিন রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি হবে। বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও দক্ষিণবঙ্গের পূর্ব দিকে নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বাদ দিয়ে সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
মৎস্যজীবীদের জন্য ২২-২৩ তারিখ উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবারও উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
