Bankura: বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
Bankura: বাঁকুড়ার দিক থেকে একটি ডাম্পার মেদিনীপুরের দিকে যাচ্ছিল ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে। অন্যদিকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে কোতুলপুরের দিকে যাচ্ছিল এটি যাত্রী বোঝাই বেসরকারি বাসটি।

বাঁকুড়া: একটি যাত্রী বোঝায় বেসরকারি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত হয় ৬ জন যাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কে ওভার ব্রিজের উপর। বিষ্ণুপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
স্থানীয় সূত্র জানতে পারা গিয়েছে, বাঁকুড়ার দিক থেকে একটি ডাম্পার মেদিনীপুরের দিকে যাচ্ছিল ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে। অন্যদিকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে কোতুলপুরের দিকে যাচ্ছিল এটি যাত্রী বোঝাই বেসরকারি বাসটি। এরপর বাস ও ডাম্পার দুটি ওভারব্রিজে বাঁক নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুমড়ে মুছড়ে যায় বাসের সামনের অংশ। আহত হয় ৬ জন বাস যাত্রী। আহতদের আনা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে বাস ও ডাম্পার দুটিকেই আটক করেছে বিষ্ণুপুর থানা পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটলো তদন্ত শুরু হয়েছে।





