বাঁকুড়া: জ্বালানির জ্বালায় জেরবার হচ্ছে সাধারণ মধ্যবিত্তের জীবন। কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় লাগাতার বেড়েছে পেট্রোলের দাম। আর তাকে জোর সঙ্গ দিচ্ছে ডিজেল। আগেই বাঁকুড়ায় একশো পার করেছে পেট্রোল। এবার বাঁকুড়ায় সেঞ্চুরি করল ডিজেলও। আর তাই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবার প্রতীকী প্রতিবাদে নামল তৃণমূল। কোথাও মিষ্টিমুখ করানো হয়েছে, কোথাও পেট্রল পাম্পে ক্রিকেট খেলা, কোথাও আবার গোলাপ দিয়ে ক্রেতাদের অভিনন্দন জানাল তৃণমূল।
জেলায় পেট্রোল একশো পার করেও এখনও নট আউট। এবার বাঁকুড়ায় সেঞ্চুরি করল ডিজেলও। ডিজেলের এমন সেঞ্চুরি পারে রীতিমত রাস্তায় নামল তৃণমূল। কোথাও পেট্রল পাম্পে ক্রেতাদের মিষ্টি খাওয়ে কোথাও আবার ক্রেতাদের গোলাপ ফুল দিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হল।
বাঁকুড়া জেলায় বুধবার পেট্রোলের দাম লিটার প্রতি ১১৫ টাকা ৭১ পয়সা। ডিজেলের ক্ষেত্রে বাঁকুড়া জেলার কোনও পাম্পে লিটার প্রতি দাম ১০০ টাকা ১১ পয়সা আবার কোনও পাম্পে ১০০ টাকা ৩৮ পয়সা। মোটের উপর জেলার সর্বত্রই ডিজেলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। আর এতেই রাস্তায় নেমেছে তৃণমূল। এদিন বাঁকুড়া শহরের মাচানতলায় একাধিক পেট্রল পাম্পে ঘুরে-ঘুরে ডিজেলের ক্রেতা, গাড়ি চালক থেকে শুরু করে পেট্রল পাম্পের কর্মীদের মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি কর্মীরা । জয়পুরে একই ভাবে রাস্তায় নামে তৃণমূল। এদিন জয়পুরের একটি পেট্রল পাম্পে হাজির হয়ে পেট্রল পাম্প চত্বরে ক্রিকেট খেলে ডিজেলের সেঞ্চুরি উদযাপন করে তৃণমূল। ওই পাম্পে আসা গাড়ি চালক ও পাম্পের কর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দেয় তৃণমূল কর্মীরা।
জেলার এক তৃণমূল কর্মী বলেন, ‘আচ্ছে দিনের কথা বলে, মানুষককে বোকা বানিয়ে দেশের ক্ষমতায় এসছেন। এখনও বোকা বানিয়ে যাচ্ছেন। কোনও উন্নয়ন নেই, চাকরি নেই, দেশটাকে বিক্রির জায়গায় নিয়ে চলে গিয়েছেন। আজকে সারা ভারতের বিরোধী দলগুলি একজোট হয়ে কেন্দ্রায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে।’
আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুকে হাজিরার নির্দেশ, রাতারাতি প্রত্যাহার করল পুলিশ