Bankura Teacher Mysterious Death: টিউশনের পর হাঁটতে বেরিয়েছিলেন, রাস্তার ঝোপঝাড়ের ধারে শিক্ষককে দেখে হতচকিত এলাকাবাসীরা
Bankura Teacher Mysterious Death: অন্যান্য দিনের মতো রবিবার সন্ধ্যায় গৃহশিক্ষকতা করে বাড়িতে ফিরে রাস্তায় হাঁটতে যান। গভীর রাত পর্যন্ত বাড়িতে তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
বাঁকুড়া: প্রত্যেক সন্ধ্যায় টিউশন পড়াতে যান। বাড়ি ফিরে ফের হাঁটতে বের হন। এটাই ছিল রুটিন। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। টিউশন পড়িয়ে ফিরে হাঁটতে গিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও না ফেরার পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। রাস্তার ধার থেকে উদ্ধার হয় সেই গৃহশিক্ষকের দেহ। বাঁকুড়ার কোতুলপুরে রাস্তার ধার থেকে উদ্ধার গৃহশিক্ষকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায়। সোমবার সকালে কোতুলপুর থানার খুনডাঙার কাছে রাস্তার ধার থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম অঞ্জন রায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই শিক্ষকের বাড়ি বাঁকুড়ার তালডাংরা এলাকায় হলেও পেশায় গৃহশিক্ষক অঞ্জন রায় বেশ কিছুদিন ধরে কোতুলপুরের গরু হাটতলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন।
অন্যান্য দিনের মতো রবিবার সন্ধ্যায় গৃহশিক্ষকতা করে বাড়িতে ফিরে রাস্তায় হাঁটতে যান। গভীর রাত পর্যন্ত বাড়িতে তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর সন্ধান চালানোর পর সকালে প্রতিবেশীদের কাছ থেকেই খবর পেয়ে পরিবারের লোকজন কোতুলপুরের অদূরে থাকা খুনডাঙ্গা এলাকায় যান। সেখানে গিয়ে দেখেন রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে অঞ্জনের মৃতদেহ।
মুখ মাফলারে শক্ত করে বাঁধা অবস্থায় ছিল বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যরা কোতুলপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ, অঞ্জনকে খুন করা হয়েছে। থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। কিন্তু খুনের কারণ কী হতে পারে, তা নিয়ে তদন্তকারীদের কোনও ক্লু এখনও দিতে পারেননি। ওই গৃহশিক্ষকের কারোর সঙ্গে কোনও শত্রুতা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।