Bankura: প্রার্থী ঘোষণা হয়নি, তার আগেই উপভোটের দেওয়াল লিখন শুরু তৃণমূলের

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 17, 2024 | 4:10 PM

Bankura: তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক অরুপ চক্রবর্তী গত লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হন। আর তারপরই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি। স্বাভাবিকভাবেই ওই আসনে উপ নির্বাচন প্রয়োজন হয়ে পড়ে।

Bankura: প্রার্থী ঘোষণা হয়নি, তার আগেই উপভোটের দেওয়াল লিখন শুরু তৃণমূলের
বাঁকুড়ায় চলছে দেওয়াল লিখন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

তালডাংরা: সামনেই উপনির্বাচন ছয় বিধানসভা এলাকায়। তার মধ্যে অন্যতম বাঁকুড়ার তালডাংরা। তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে নামল তৃণমূল। তবে প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই তৃণমূলের ভোটদানের আবেদন জানিয়ে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল।

তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী গত লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হন। আর তারপরই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি। স্বাভাবিকভাবেই ওই আসনে উপ নির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষণা করে আগামী ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। দিনক্ষণ ঘোষণা হতেই তড়িঘড়ি প্রচারের ময়দানে নেমে পড়ল তৃণমূল।

আজ রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়কে সঙ্গে নিয়ে তালডাংরা বাজারে দেওয়াল লিখন করেন। দলের প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় আপাতত প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই তৃণমূল কর্মীরা শুরু করে দেন এই দেওয়াল লিখন। প্রচারে নামার পাশাপাশি নিজেদের জয়ের ব্যপারেও যথেষ্ট আশাবাদী ঘাসফুল শিবির। জ্যোৎস্না মাণ্ডি বলেন, “আমরা ৩৬৫ দিনই রেডি যে কোনও ঘোষণার জন্য। পার্টির জন্য। সে প্রার্থী যে কেউ হন।”

Next Article