BJP-TMC: তৃণমূলের ‘কোণঠাসা’ নেতার বাড়িতে সটান হাজির বিজেপি বিধায়ক, পঞ্চায়েত ভোটের আগে কি নতুন সমীকরণ?
Bankura: তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায় গত ১৫ মার্চ সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন।
বাঁকুড়া: সম্প্রতি দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বাঁকুড়ার (Bankura) তৃণমূল পরিচালিত ওন্দা (Onda) পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায়। এলাকার পঞ্চায়েত প্রধান ও দলের অঞ্চল সভাপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তিনি। এবার তাঁর সঙ্গেই দেখা করে নতুন রাজনৈতিক জল্পনা উসকে দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে ওন্দায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? জল্পনা ঘনাচ্ছে রাজনৈতিক মহলে।
তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায় গত ১৫ মার্চ সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল ওন্দা ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে আধিকারিকদের সঙ্গে নিয়ে লুট চালাচ্ছে পঞ্চায়েত প্রধানরা। পঞ্চায়েত নির্বাচনের দলীয় টিকিট বিক্রি করার অভিযোগও তোলেন তৃণমূলের অঞ্চল সভাপতিদের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এইভাবে প্রকাশ্যে মুখ খোলায় এমনিতেই অস্বস্তিতে পড়ে তৃণমূল রাজনৈতিক ভাবে কার্যত কোনঠাসা করে রাখে ওই সহ সভাপতিকে।
বুধবার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সটান হাজির হন দলে ‘কোনঠাসা’ হয়ে পড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায়ের বাড়িতে। বিধায়ককে আপ্যায়ন করে চা খাওয়ান শ্যামল মুখোপাধ্যায়। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ চলে বার্তালাপ।
যদিও বিজেপি বিধায়কের সঙ্গে তাঁর কী কথা হয়েছে তা নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায়। তবে বিজেপি বিধায়ক জানিয়েছেন এই সাক্ষাৎ ছিল একেবারে সৌজন্য সাক্ষাৎ। শ্যামল মুখওপাধ্যায় কি বিজেপিতে যোগ দেবেন? বিধায়ক সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।
যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, যে কেউ যখন-তখন যে কোনও দলে যেতেই পারেন। দুজনের মধ্যে কী কথা হয়েছে তা তাঁরাই বলতে পারবেন। তবে বাড়িতে শত্রু এলেও তাঁকে আপ্যায়নের কথা বলেন দলনেত্রী। বিধায়ক বাড়িতে যাওয়ায় তাঁকে আপ্যায়ন করে শ্যামলবাবু সঠিক কাজই করেছেন।