Abhijit Gangopadhyay on CPIM: বাম রাজনীতি করা বাবার ডায়েরি পড়েই সিপিএমে যাননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

Abhijit Gangopadhyay on CPIM: একটি সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, তাঁর বাবা বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের অনেকেই এখনও বামফ্রন্ট করেন। প্রাক্তন বিচারপতি বলেছিলেন, "আমার বাম রাজনীতি করা তুতো ভাই ম্যাসেজ পাঠিয়েছেন আমরা মর্মাহত।

Abhijit Gangopadhyay on CPIM: বাম রাজনীতি করা বাবার ডায়েরি পড়েই সিপিএমে যাননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2024 | 6:34 PM

কলকাতা: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকে বারেবারে একটাই প্রশ্ন চাগাড় দিয়েছে, তা হল কেন বিজেপিকেই বেছে নিলেন তিনি। জনমানসে একটা ধারণা ছিল হয়ত তিনি বাম ঘনিষ্ঠ। শুধু জনগণ কেন? এক সময় তিনি নিজেও সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন, তাঁর পরিবার বাম রাজনীতির সঙ্গেই যুক্ত। তাহলে তিনি কেন বিজেপি-তে?

কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “ওঁর সাক্ষাৎকার দেখলেই বোঝা যাবে বামেদের মতাদর্শ থেকেই অভিজিৎবাবু অনেক দূরে। ওঁর বাবা শেষ জীবনে ডায়েরিতে যা লিখেছেন সেগুলো উনি দেখেছেন। পরবর্তী সময়ে বামেদের কার্যকলাপ দেখে বাম আদর্শ, বাম দল থেকে অনেক দূরে।”

উল্লেখ্য, একটি সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, তাঁর বাবা বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের অনেকেই এখনও বামফ্রন্ট করেন। প্রাক্তন বিচারপতি বলেছিলেন, “আমার বাম রাজনীতি করা তুতো ভাই ম্যাসেজ পাঠিয়েছেন আমরা মর্মাহত। রাজনীতির প্রতি লক্ষ্য অনেক দিন ধরেই আছে। কিন্তু বাবর মত্যুর পরে কিছু নোটস আমার হাতে আসে, যা দেখে আমি বুঝতে পারি বাবা কতটা শেষের দিকে কীভাবে হতাশ হয়ে পড়েছিলেন এই রাজনীতিতে।” টিভি ৯ বাংলার সাক্ষাৎকারে অভিজিৎবাবু জানিয়েছিলেন, “সিপিএম শৃঙ্খলা বলে পার্টির অন্দরে যেটা চালায়, একটা জটিল ব্যাপার। আর এই পার্টি শৃঙ্খলার ফাঁদে পড়ে কত মানুষের যে বারোটা বেজেছে, ভাল মানুষের, যাঁরা আবেগ নিয়ে, বুদ্ধি দিয়ে রাজনীতিটা করতে গিয়েছিলেন। ওই একটা পার্টির শৃঙ্খলার নামে চাপিয়ে দেওয়া, এটা করা যাবে, ওটা করা যাবে না, সেটা কোনও ক্রিয়েটিভ লোক মেনে নিতে পারেন না।”