Municipal Election 2022: ‘বিকট শব্দ সঙ্গে চতুর্দিকে ধোঁয়া’ ভোটের আগে কেন এমন বর্ণনা দিলেন বিজেপি কর্মী?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 26, 2022 | 12:53 PM

Bankura: বাঁকুড়ার সোনামুখী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধর্মতলা এলাকায় বাড়ি ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর। গতকাল রাত আড়াইটা নাগাদ আচমকাই বিস্ফোরণের প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

Municipal Election 2022: বিকট শব্দ সঙ্গে চতুর্দিকে ধোঁয়া ভোটের আগে কেন এমন বর্ণনা দিলেন বিজেপি কর্মী?
ভোটের আগে বাঁকুড়ায় বোমাবাজি (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: রাত পোহালেই পুরভোট। কিন্তু তার আগেও সন্ত্রাস অব্যাহত। বাঁকুড়ায় বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল।

বাঁকুড়ার সোনামুখী পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের ধর্মতলা এলাকায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে খবর,বাঁকুড়ার সোনামুখী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধর্মতলা এলাকায় বাড়ি ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর। গতকাল রাত আড়াইটা নাগাদ আচমকাই বিস্ফোরণের প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি ঘুম থেকে উঠে ওই প্রার্থী দেখেন বাড়ির সামনে কেউ বা কারা বোমা ফাটিয়ে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। নির্বাচনের একদিন আগে রাতের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজেপি প্রার্থীর দাবি এই ঘটনার পিছনে তৃণমূলের হাত থাকার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের দাবি এটি আসলে গেরুয়া শিবিরেরই গোষ্ঠীদ্বন্দের ফল।

গোটা ঘটনায় এক বিজেপি কর্মীর দাবি, “গতকাল রাতের আচমকা একটি শব্দতে আমার ঘুম ভেঙে যায়। খাট কাঁপতে থাকে। প্রত্যেকেই ঘাবড়ে যায়। আমার বন্ধু-বান্ধবদের ডাকি। দেখি গোটা রাস্তা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বোমের সুড়কি তখনও জ্বলছে। তারপর আমরা সবটাই জল দিয়ে নিভিয়ে দিই। আমরা মনে করছি এটা শাসকদলের কাজ।” অন্যদিকে, তৃণমূল এক কর্মী বলেন, “আমাদের কাছে জনমুখী উন্নয়ন রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য় একাধিক প্রকল্প করছেন। তাই এইসব কাজ আমাদের নয়। ওটা বিজেপির গোষ্ঠী কোন্দল।”

আরও পড়ুন: Women Death in Balurghat: সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যেই মৃত্যু মহিলার, কারণ শুনলে চোখে জল আসবে

আরও পড়ুন: Dhupguri Road Accident: বাইক সমেত ব্যক্তিকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল লরি, আলো ফোটার আগেই গোটা রাস্তা ভাসল রক্তে

Next Article