
বাঁকুড়া: খোলা বাজারে একটি ডিমের দাম সাড়ে ৮ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে সবজি, মশলা ও জ্বালানির দর। অথচ আইসিডিএস কেন্দ্রগুলিকে উপভোক্তাদের মাথাপিছু বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা। সামান্য ওই বরাদ্দে আইসিডিএস কেন্দ্রগুলিতে অচলাবস্থা। অবিলম্বে বরাদ্দ বৃদ্ধি করে এই অচলাবস্থা কাটানোর দাবিতে বাঁকুড়ার কোতুলপুরে সিডিপিও দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন কোতুলপুর ব্লকের আইসিডিএস কর্মীরা।
আইসিডিএস-এর উপভোক্তাদের মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন এ রাজ্যের আইসিডিএস কর্মীরা। তাঁদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী আইসিডিএস কেন্দ্রগুলিতে উপভোক্তাদের পাতে ডিম ও বিভিন্ন রকম সবজি তুলে দিতে হয়। এর জন্য সরকারিভাবে মাথাপিছু নির্দিষ্ট পরিমাণ চালের পাশাপাশি মাথাপিছু সর্বাধিক বরাদ্দ দেওয়া করা হয় সাড়ে ৬ টাকা। ওই বরাদ্দ টাকায় ডিম, সবজি, মশলা ও জ্বালানি কিনতে হয় আইসিডিএস কর্মীদের।
বর্তমানে যেখানে খোলা বাজারে একটি ডিমের দামই সাড়ে ৮ টাকা সেখানে সামান্য ওই বরাদ্দে কীভাবে সরকারি নিয়ম মানা সম্ভব, এই প্রশ্ন আগেই তুলেছিলেন আইসিডিএস কর্মীরা। এবার সেই বরাদ্দ বৃদ্ধির দাবিকে সামনে রেখে রীতিমতো আন্দোলন শুরু করলেন তাঁরা। একইসঙ্গে আইসিডিএস কর্মীদের দাবি, তাঁদের বিভিন্ন শর্তসাপেক্ষে স্মার্টফোন কেনার জন্য টাকা দিয়েছে সরকার। সেই শর্ত মেনে ফোন কিনতে হলে তাঁরা বিপদে পড়বেন। তাই আইসিডিএসের বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি আইসিডিএস কর্মীদের স্মার্টফোন কেনার ক্ষেত্রে শর্ত প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন আইসিডিএস কর্মীরা।