Weather Update: রাত বাড়তেই বৃষ্টির দাপট বাড়ল পশ্চিমের জেলাগুলিতে, গরমে স্বস্তি মিললেও মাথায় হাত চাষিদের
Weather Update:হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু পুরুলিয়ায়। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও সেইভাবে বৃষ্টি হয়নি জেলায়। সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয় পুরুলিয়ার বিভিন্ন জায়গায়।

বাঁকুড়া-পুরুলিয়া-বর্ধমান: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সন্ধ্যায় থেকেই জেলায় জেলায় শুরু হয়ে গেল ঝড়-বৃষ্টি। রাত বাড়তেই একাধিক জেলাতে বাড়ল বৃষ্টির দাপট। এদিন সন্ধ্য়া থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা যায়। সন্ধ্যা থেকে হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায়। হালকা বজ্র বিদ্যুৎ সহযোগে সেই বৃষ্টির জেরে কিছুটা হলেও পারদ পতন দেখা যায়। দিনভর চড়া রোদ আর প্রবল গরম থেকে সাময়িক হলেও স্বস্তি পান জেলার মানুষ। একই ছবি দেখা যায় পুরুলিয়াতেও।
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু পুরুলিয়ায়। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও সেইভাবে বৃষ্টি হয়নি জেলায়। সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয় পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। অসময়ের এই বৃষ্টির ফলে চাষের খানিকটা যে ক্ষতি হবে তা মানছেন চাষিরা। তবে বিগত কয়েকদিন ধরেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। বৃষ্টি ফলে সেই চাঁদি ফাটা রোদের হাত থেকে কিছুটা হলেও রেহাই পায় আম-জনতা।
এদিন রাতে বৃষ্টির পূর্বাভাল হাওড়া, নদিয়ায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনাতেও। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতার নানা প্রান্তেও। শুক্রবার মোটের উপর একই ছবি দেখা যাবে। শনিবারও তাই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে দুর্যোগের সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।





