Higher Secondary: থেঁতলে গিয়েছে মাথা-মুখ, হলে পৌঁছানোর আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক পরিণতি
Higher Secondary: বাইক থেকে ছিটকে পড়ে ওই পরীক্ষার্থী। ঘটনায় গুরুতর আহত হয় ওই পরীক্ষার্থী। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে নিকটবর্তী বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই পরীক্ষার্থী।
বাঁকুড়া: পরীক্ষা দিতে যাওয়ার পথে ফের পথ দুর্ঘটনায় জখম হলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সকালে বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে একটি পিক আপ ভ্যান মুখোমুখি ধাক্কা মারে ওই পরীক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার ধাদিকা বনকাটি মোড়ে। রক্তাক্ত অবস্থায় ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ধাদিকা হাইস্কুলের রাজদীপ ঘোষ নামের এক পরীক্ষার্থী বাইক চালিয়ে গড়বেতা হাইস্কুলে সংস্কৃত বিষয়ের পরীক্ষা দিতে যাচ্ছিল। ধাদিকা বনকাটি মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে যাওয়া একটি পিক আপ ভ্যান মুখোমুখি ধাক্কা মারে ওই পরীক্ষার্থীর বাইকে।
বাইক থেকে ছিটকে পড়ে ওই পরীক্ষার্থী। ঘটনায় গুরুতর আহত হয় ওই পরীক্ষার্থী। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে নিকটবর্তী বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই পরীক্ষার্থী। পরীক্ষা দিতে যাওয়া ও আসার পথে বারংবার পরীক্ষার্থীরা পথ দুর্ঘটনার শিকার হওয়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে পড়েছে পথ নিরাপত্তার বিষয়টি।