Corona situation: করোনার বাড়বাড়ন্তের মাঝে পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ! বিতর্কে বাঁকুড়ার নামী স্কুল

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jan 02, 2022 | 12:36 PM

Bankura: করোনা সংক্রমণের বাড় বাড়ন্ত। অন্যদিকে এখনও স্কুল ছাত্র ছাত্রীদের টিকাকরণের কাজ শুরু হয়নি। এই অবস্থায় রীতিমত দল বেঁধে স্কুলের ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে পড়লেন বাঁকুড়ার অন্যতম নামী স্কুল বঙ্গ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

Corona situation: করোনার বাড়বাড়ন্তের মাঝে পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ! বিতর্কে বাঁকুড়ার নামী স্কুল
শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

Follow Us

বাঁকুড়া: জেট গতিতে ছুটছে রাজ্যের করোনা সংক্রমণ। করোনার বাড়বাড়ন্তের মাঝে ফের আংশিক লকডাউনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে বাঁকুড়ার এক নামী স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজন করল শিক্ষামূলক ভ্রমণের। যা নিয়ে সমালোচনায় সরব ওয়াকিবহল মহল।

একদিকে করোনা সংক্রমণের বাড় বাড়ন্ত। অন্যদিকে এখনও স্কুল ছাত্র ছাত্রীদের টিকাকরণের কাজ শুরু হয়নি। এই অবস্থায় রীতিমত দল বেঁধে স্কুলের ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে পড়লেন বাঁকুড়ার অন্যতম নামী স্কুল বঙ্গ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। করোনার বাড় বাড়ন্তে স্কুলের এহেন আচরণে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল।

বাঁকুড়ার অন্যতম নামী ও প্রাচীন সরকার পোষিত স্কুল হিসাবে পরিচিত বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়। এই বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ৮০ জন ছাত্রীকে নিয়ে এদিন সকালে শিক্ষামূলক ভ্রমণে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের একাংশ। স্কুলের নির্দেশ মানতে গিয়ে অধিকাংশ অভিভাবক সাত সকালে কিছুটা বাধ্য হয়েই ছাত্রীদের স্কুলে পৌঁছে দেন।

স্কুল চত্বর থেকে দুটি বাসে করে ছাত্রীদের অযোধ্যা পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের সর্বত্র যখন লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তখন এই শিক্ষামূলক ভ্রমণ কি আদৌ যুক্তিযুক্ত? স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, এই ধরনের ভ্রমণ চলবে না, এমন কোনও নির্দেশিকা রাজ্য সরকারের তরফে এখনও দেওয়া হয়নি। তাছাড়া অনেক আগে থেকেই এই শিক্ষামূলক ভ্রমণের পরিকল্পনা করে রাখায় সেটা করতে হচ্ছে। তারা আরও জানাচ্ছে, সমস্ত রকম কোভিড বিধি মেনেই এই ভ্রমণ হবে।

তবে স্কুল কর্তৃপক্ষ যাই বলুক না কেন বাস্তব ছবি বলছে আলাদা কথা। যে বাসে করে ছাত্রীদের ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছে সেই বাসে দেখা গেল কোনও কোনও ছাত্রী মাস্ক বিহীন অবস্থায় বাসের সিটে পাশাপাশি বসে রয়েছে। তার পর ভ্রমণে বেরিয়ে ছাত্রীরা কতটা কোভিড প্রোটোকল মানবে তা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ অভিভাবকদের মনেও। তবে সন্দিহান তাঁরা। এমন পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের শিক্ষামূলক ভ্রমণের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন শিক্ষক সংগঠনও।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হু- হু করে করোনা কেসের সংখ্যা বাড়ছে রাজ্যে। বাংলায় ফের মিলেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ। রবিবার পর্যন্ত রাজ্যে করোনার নয়া স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা এসে পৌঁছল ২০-তে। আর অ্যাক্টিভ কেস ১৬টি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সারা দেশে এ পর্যন্ত ১,৫২৫ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে স্কুলের এই শিক্ষামূলক ভ্রমণ কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন উঠছেই।

আরও পড়ুন: Pregnant Woman Beaten: ফরমান মানেননি, ৬ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান!

Next Article