All India Strike: কাঠফাটা রোদের মধ্যেই রাস্তায় শুয়ে বিক্ষোভ বাম কর্মীর!

Bankura: সরকারি বাস আটকানোর ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার বিষ্ণুপুরে ধর্মঘটীদের সঙ্গে তুমুল বচসা বাঁধল পুলিশের সঙ্গে।

All India Strike: কাঠফাটা রোদের মধ্যেই রাস্তায় শুয়ে বিক্ষোভ বাম কর্মীর!
রাস্তায় শুয়ে বিক্ষোভ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 9:44 AM

বাঁকুড়া: দেশজুড়ে বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস সহ ট্রেড ইউনিয়নগুলি। ২৮ ও ২৯ মার্চ এই দু’দিন ব্যাপী সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা। কেন্দ্রের কৃষক-শ্রমিক ও জনবিরোধী একাধিক নীতির বিরোধীতায় পথে ডান-বাম শ্রমিক সংগঠনগুলি। এদিকে, রাজ্যজুড়ে জেলায়-জেলায় মিশ্র অশান্তির খবর সামনে এসেছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি বাস আটকানোর চেষ্টা বনধ সমর্থনকারীদের। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ায় তারা।

সরকারি বাস আটকানোর ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার বিষ্ণুপুরে ধর্মঘটীদের সঙ্গে তুমুল বচসা বাঁধল পুলিশের সঙ্গে। এর জেরেই সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এদিন, সকালে স্থানীয় বনধ সমর্থনকারীরা মিছিল করে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন। সেখানে একটি সরকারি বাস বেরোনোর চেষ্টা করলে ধর্মঘটীরা বাসটির পথ আটকায়। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা বাধে। এরমধ্যেই বনধ সমর্থনকারীদের একাংশ রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভের জেরে বিষ্ণুপুর রসিকগঞ্জ এলাকায় বেশ কিছুক্ষণ ধরে আটকে থাকে সরকারি বাস। পরে পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দিলে সরকারি বাস চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, বাঁকুড়ার সারেঙ্গায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় শুয়ে প্রতিবাদ করেন বনধ সমর্থনকারীরা। জানা গিয়েছে, অবরোধ চলার সময়ে সারেঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অবরোধকারীদের হঠাতে গেলে ধর্মঘটীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরই ধর্মঘটীদের একাংশ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ ধর্মঘটীদের রাস্তা থেকে সরিয়ে দিলে ওই রাস্তায় ফের যান চলাচল শুরু হয়।

এদিকে বনধ নিয়ে এক তৃণমূল কংগ্রেস নেতা জানান, “এই কর্মনাশা বনধ কোনও ভাবেই চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। জনজীবন যাতে সচল থাকে। যাতায়াতের পাশাপাশি দোকান পাঠ যাতে খোলা থাকে তার জন্য তিনি ঘোষণা করেছেন সরকারিভাবে।” অন্যদিকে, এক বাম সমর্থক বলেন, “বনধ স্বতস্ফুর্ত ভাবেই হচ্ছে। মানুষ সাড়া দিয়েছে। বাঁকুড়ায় অধিকাংশ দোকানপাঠ বন্ধ রয়েছে।”

আরও পড়ুন: All India Strike: বনধে অশান্ত যাদবপুর, ৮বি-র সামনে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি