Madhyamik 2022: বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েও আজ জীবন বিজ্ঞান পরীক্ষা দিচ্ছে ছাত্র, কুর্নিশ শিক্ষা দফতরের
Bankura: জিৎ বাগদী। বাঁকুড়া পাত্রসায়র ব্লকের বালসী গ্রামের বাসিন্দা সে। পরিবার সূত্রে খবর, জিৎ ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিল।
বাঁকুড়া: ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিল। এক কথায় মেধাবী। শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক। শুক্রবার ছিল ইতিহাস পরীক্ষা। কিন্তু এই সবের মধ্যেই ওই পরীক্ষার্থীর সঙ্গে ঘটে গেল অঘটন। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হল পড়ুয়া। তবে হাল ছাড়ার পাত্র নয়। শনিবার হাসপাতালে বসে রীতিমত মনের জোরেই পরীক্ষায় বসল সে।
জিৎ বাগদী। বাঁকুড়া পাত্রসায়র ব্লকের বালসী গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জিৎ ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিল। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার শুরু দিন থেকে নির্ঝঞ্ঝাটে সবটা কাটলেও বিপদ কিন্তু ওঁত পেতে ছিল পথে। জানা গিয়েছে, শুক্রবার বাইকে চড়ে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে গিয়েছিল জিৎ। সেই সময় আচমকা বাইক দুর্ঘটনার কবলে পড়ে ছাত্রটি। তার মাথা, হাত সহ বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। সেই অবস্থাতেই কোনওমতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে ইতিহাস পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী।
তবে পরীক্ষার পর গুরুতর অসুস্থ বোধ করায় স্কুলের শিক্ষকরাই জিৎকে নিয়ে যায় পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে পরে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ও রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তখনই মনে হয়েছিল হয়ত এইবছর আর পরীক্ষা দিতে পারবে না জিৎ। কিন্তু বিপদের সামনে মাথা নত করেনি সে। শনিবার সকালে ওই পরীক্ষার্থী হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে। এরপর মেডিক্যাল কলেজে থেকেই জীবন বিজ্ঞানের পরীক্ষা দিচ্ছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর মিলেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েও স্রেফ মনের জোরে এভাবে পরীক্ষা দেওয়ায় পরীক্ষার্থীর প্রশংসা করেছে শিক্ষা দফতর।
প্রসঙ্গত, রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক। জেলায়-জেলায় এই সংক্রান্ত বিভিন্ন খবর উঠে আসছে। কোথাও সাপের কামড় নিয়েই হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে ছাত্র। কোথাও আবার অনাথ আশ্রমে থেকে কোলে একরত্তি সন্তানকে নিয়ে পরীক্ষায় বসেছেন পড়ুয়া। কিন্তু হাজার বাধা থাকার পরও নিজস্ব লড়াই থেকে কেউই পিছু হঠেনি। আর আজকের ঘটনা আরও একবার সেই বিষয়ের প্রমাণ দিল।