Digha Jagannath temple: ৩ হাজারের উপর পদ্ম, সঙ্গে আরও এক ‘বিশেষ জিনিস’ বাঁকুড়া থেকে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে

Digha: বাঁকুড়ার ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁকুড়ার লাল ও সাদা পদ্ম ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার জল নিয়ে যাওয়া হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে।

Digha Jagannath temple: ৩ হাজারের উপর পদ্ম, সঙ্গে আরও এক বিশেষ জিনিস বাঁকুড়া থেকে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে
দিঘায় জগন্নাথ মন্দির

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 28, 2025 | 7:21 PM

বাঁকুড়া: পরশু উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে এই বাংলায় দিঘার সমুদ্র তীরে প্রতিষ্ঠা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ সূচনা। সেই সন্ধিক্ষণের সাক্ষি হতে হাজির হচ্ছে বহু মানুষ দিঘায়। বাঁকুড়া থেকেও এই পুণ্য মুহূর্তের সাক্ষি হচ্ছেন বহু পুণ্যার্থী৷

বাঁকুড়ার ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁকুড়ার লাল ও সাদা পদ্ম ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার জল নিয়ে যাওয়া হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, ছাতনা থেকে লাল ও সাদা পদ্ম মিলিয়ে মোট ৩০০৩ টি পদ্ম ফুল নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে একটি পাত্রে নিয়ে যাওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল।

এই পদ্মফুল এবং শুশুনিয়ার ধারার জল প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও পুজা-পার্বণে কাজে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছন ছাতনা ব্লক তৃণমূল। এ প্রসঙ্গে ছাতনা পঞ্চায়েত সভাপতি বঙ্কিম মিশ্র বলেন, “দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। আমরা সেখানে যাচ্ছি। ওইখানে আমরা ৩ হাজাররের বেশি পদ্ম নিয়ে যাচ্ছি। আমরা চাইছি এগুলো পৌঁছে দিতে। এত দিন দিঘায় শুধু স্নান করে চলে আসতেন। আর এবার সেখানে মানুষ পুণ্য করতে পারবেন।”