Bankura: চুরির অপবাদ দিয়ে পরিচারিকাকে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় পুলিশকর্তা
Bankura Police: পরিচারিকার পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনও লাভ হয়নি। উল্টে ওই আধিকারিক পরিচারিকার দিদিকে শ্লীলতাহানি করেন ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। এরপর শুক্রবার ফের পরিচারিকাকে বাড়িতে ডেকে ওই আধিকারিক দীর্ঘক্ষন ধরে মারধর ও শারিরীক নির্যাতন করেন বলে অভিযোগ।

বাঁকুড়া: ফের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বাঁকুড়ায়। টাকা চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে দফায় দফায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল রানিবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর বিরুদ্ধে। খোয়া যাওয়া টাকা দেওয়ার পরিবর্তে পরিচারকের দিদিকে ওই আধিকারিক শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ওই আধিকারিকের শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া ঝিলিমিলি রাস্তায় রানিবাঁধের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখেন।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বাঁকুড়ার রানিবাঁধ থানার সেকেন্ড অফিসারের ভাড়া বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায়। প্রায় ১২ লক্ষ টাকা খোয়া গেছে এই দাবি করে ওই আধিকারিক তার সমস্ত দায় চাপিয়ে দেন বাড়ির পরিচারিকার ওপর। অভিযোগ, ওই টাকা চুরি করেছেন, এই অপবাদ দিয়ে তাঁর উপর প্রথমে চাপ দেন ওই আধিকারিক। পরিচারিকা তা স্বীকার না করায় ওই আধিকারিক নিজের বাড়িতে তাঁকে দীর্ঘক্ষণ আটকে রেখে বেল্ট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
মদ্যপ অবস্থায় ওই আধিকারিক নিজের সার্ভিস রিভলবার দেখিয়ে পরিচারিকাকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ। পরিচারিকার দাবি, প্রবল নির্যাতনের হাত থেকে বাঁচতে এক সময়ে বাধ্য হয়ে চুরির অপবাদ মেনে নেন। এরপর শুক্রবার ওই আধিকারিক পরিচারিকার রাজাকাটা গ্রামের বাড়িতে হানা দিয়ে তার বাড়িতে থাকা নগদ অল্প কিছু টাকা ও অলঙ্কার জোর নিয়ে চলে যান বলে অভিযোগ।
পরিচারিকার পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনও লাভ হয়নি। উল্টে ওই আধিকারিক পরিচারিকার দিদিকে শ্লীলতাহানি করেন ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। এরপর শুক্রবার ফের পরিচারিকাকে বাড়িতে ডেকে ওই আধিকারিক দীর্ঘক্ষন ধরে মারধর ও শারিরীক নির্যাতন করেন বলে অভিযোগ।
রাজাকাটা গ্রামের মানুষ ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার উপর ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত ওই রাস্তা অবরোধ করে রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে রানিবাঁধ থানার পাশাপাশি পার্শ্ববর্তী বারিকুল ও খাতড়া থানার পুলিশও হাজির হয় অকুস্থলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
