e

ইন্দাস: ইন্দাসে বিজেপি কর্মীর দাদা সুজয় রং-কে খুনের অভিযোগে উত্তাল রাজনৈতিক মহল। দোষীদের গ্রেফতার ও স্থানীয় আকুই ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে অপসারণের দাবিতে বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের সামনে ধরনা শুরু করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দীর্ঘক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ। যদিও শুরুতে বারবারই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সংসদকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হলেও সাংসদ-সহ বিজেপি কর্মীরা কথা শোনেননি। এরপরই ওই জমায়েতকে অবৈধ জমায়েত ঘোষণা করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তরফ থেকে। আর তারপরেই অ্যাকশন নেয় পুলিশ। আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
মুহূর্তেই সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতা কর্মীদের করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মীদের। ব্যাপক উত্তেজনা তৈরি হয় বাঁকুড়া পুলিশ সুপারের অফিসারের সামনে। সৌমিত্রের দাবি জোর করে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ক্ষোভের সঙ্গে বলেন, খুনের ঘটনায় যাঁরা জড়িত তাদের গ্রেফতার না করে পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করছে। ওই সময়েই তিনি আরও বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারিও দেন।
সূত্রের খবর, বিষ্ণুপুরের সাংসদ-সহ ১৫ জন বিজেপি কর্মীকে তুলে নিয়ে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। কিছু সময়ের মধ্যে পাল্টা অ্যাকশন দেখা যায় বিজেপি কর্মীদের মধ্যে। এই ঘটনার খবর জানাজানি হতেই বাঁকুড়া শহরের বিজেপি কর্মীরা বাঁকুড়া সদর থানার বাইরে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়েন। সকলের নিঃশর্ত মুক্তির দাবিতে বাঁকুড়া সদর থানা ঘেরাও করে শুরু হয়ে যায় বিক্ষোভ।