
বাঁকুড়া ও বহরমপুর: আর তো মাত্র ক’টা দিন। তারপরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই সবার পুজোর প্ল্যানিং হয়ে গিয়েছে। কেউ রাত জেগে ঠাকুর দেখবেন, কারোর আবার সারাদিনের প্ল্যান। তবে এত হাঁটাহাঁটি কি খালি মুখে হয়? কিছু একটা চটপটে মুখে দিলে বেশ ভাল লাগে নাহ? এই চটপটে স্বাদই নিয়ে এসেছে পালস ক্যান্ডি। এবার তাদের চমক, পালস গোলমোল। টক-মিষ্টি স্বাদের এই ক্যান্ডি খেয়ে আনন্দ পাচ্ছে সবাই। সেই আনন্দই পৌঁছে দিতে টিভি৯ বাংলার সঙ্গে যৌথ উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো ঘুরে বেড়াচ্ছে রাজ্যজুড়ে। আজ, ১৪ সেপ্টেম্বর পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাবে বাঁকুড়া ও বহরমপুরে।
আজ, রবিবার সকালেই পুজোয় পালসের ট্যাবলো পৌঁছবে বাঁকুড়ায় জুনবেড়িয়া বাস স্ট্যান্ডে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত থাকবে পালস ক্যান্ডি বোঝাই ট্যাবলো। আপনি চাইলেই এই নতুন ক্যান্ডির স্বাদ গ্রহণ করতে পারবেন। এরপরে ট্যাবলো পৌঁছে যাবে বাঁকুড়া খ্রিস্টান কলেজে। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে থাকবে।
অন্যদিকে বহরমপুরেও থাকবে পুজোয় পালসের ট্যাবলো। প্রথমে বহরমপুর বাস স্ট্যান্ডে ট্যাবলো থাকবে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। এরপর স্কোয়ার ফিল্ডে পৌঁছে যাবে ট্যাবলো। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলোটি থাকবে ওখানে।