Pujoy Pulse 2025: পালস গোলমোল খেয়েই আবদার আসছে ‘আরও বেশি করে আনো’
Pujoy Pulse: পালসের নতুন ফ্লেভার গোলমোল। টক-মিষ্টি তেঁতুলের স্বাদের এই ক্যান্ডি খেয়ে খুশি বাচ্চা থেকে বুড়ো। কেউ বলছেন, দারুণ খেতে। পুরো মুডটাই চাঙ্গা হয়ে গেল। কেউ আবার বলছেন, একটা খেয়ে মন ভরছে না। আরও খেতে ইচ্ছা করছে।

বাঁকুড়া: দুর্গাপুজোর আগে থেকেই একটা আলাদা উন্মাদনা থাকে। অপেক্ষায় দিন গোনেন সকলে। সেই পুজোর আনন্দ যেন আরও একটু বাড়িয়ে দিচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। টিভি ৯ বাংলা ও পালসের মিলিত উদ্যোগে প্রতি বছর হচ্ছে পুজোয় পালস। তৃতীয় সংযোজন এই বছর। ট্যাবলো ভরে নতুন ক্যান্ডি ও একগুচ্ছ মজাদার খেলা নিয়ে পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছিল বাঁকুড়ায়। সেখানে পালসের নতুন গোলমোল ক্যান্ডি খেয়ে লোকজন কী বললেন?
পালসের নতুন ফ্লেভার গোলমোল। টক-মিষ্টি তেঁতুলের স্বাদের এই ক্যান্ডি খেয়ে খুশি বাচ্চা থেকে বুড়ো। কেউ বলছেন, দারুণ খেতে। পুরো মুডটাই চাঙ্গা হয়ে গেল। কেউ আবার বলছেন, একটা খেয়ে মন ভরছে না। আরও খেতে ইচ্ছা করছে।
বড়দের যেমন পছন্দ হয়েছে পালসের নতুন ক্যান্ডি, তেমনই পছন্দ হয়েছে ছোটদেরও। বাড়িতে মা-বাবা এলেই বায়না জুড়ছে, আরও পালস গোলমোল লজেন্স আনো। এক খুদে তো পালস গোলমোল মুখে দিয়েই বলল, মিষ্টি, দারুণ খেতে। খুব টেস্টি।
অনেকে আবার এই প্রথমবার পালস গোলমোল চেখে দেখলেন। তাদের কাছে বেশ একটা নতুনত্ব স্বাদ লেগেছে। আপনিও পুজোয় সময় স্বাদ নিন পালস গোলমোলের।
