Drinking Water: হাত তুলে দিয়েছে প্রশাসন, পানীয় জলের জন্য ২৫০ পরিবারকে ডিঙোতে হয় কয়েক কিলোমিটার রাস্তা!

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Nov 18, 2021 | 10:34 AM

Water Problem: একটু জল পাই কোথায় বলতে পারেন? পাওয়া যাবে। তার জন্য আপনাকে যেতে হবে কয়েক কিলোমিটার দূরে। এমনই সমস্যায় বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের রাইপুর অঞ্চলের পশ্চিমে শেষ প্রান্তে অসুরগ্যাড়া গ্রাম

Drinking Water: হাত তুলে দিয়েছে প্রশাসন, পানীয় জলের জন্য ২৫০ পরিবারকে ডিঙোতে হয় কয়েক কিলোমিটার রাস্তা!
একটু পানীয় জলের জন্য কয়েক কিলোমিটার পার করতে হয় বাসিন্দাদের। (প্রতীকী ছবি)

Follow Us

বাঁকুড়া: একটু জল পাই কোথায় বলতে পারেন? পাওয়া যাবে। তার জন্য আপনাকে যেতে হবে কয়েক কিলোমিটার দূরে। এমনই সমস্যায় বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের রাইপুর অঞ্চলের পশ্চিমে শেষ প্রান্তে অসুরগ্যাড়া গ্রাম। দীর্ঘদিন ধরে পানীয়জলের সমস্যায় জেরবার ২৫০ টি পরিবার। প্রশাসন সমস্যার কথা জানে। জানে না কোন পথে হবে সমাধান!

সমস্যা বড় কিন্তু সমাধান করবে কে? উঠছে প্রশ্ন। গ্রামের মানুষদের অভিযোগ, এখন পানীয় জল খেতে হলে কয়েক কিলোমিটার দূরে পাশের গ্রাম থেকে জল নিয়ে আসতে হয় তাঁদের। গ্রামের মধ্যে দু-দুটি পিএইচই পাইপ লাইন রয়েছে। কিন্তু জল নেই তাতে। মাস কয়েক আগে এসেছিল। তারপর থেকে সেটিও বন্ধ।

জল-সমস্যা নিয়ে স্থানীয় রাইপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। তাতে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব দুলে জানান, সমস্যার বিষয়টি স্বীকার করতে অসুবিধা নেই। গ্রামে সমস্যা রয়েছে। তবে পানীয় জলের সমস্যা শুধু ওখানে তো নয়। ওই গ্রামের পাশাপাশি আরও বেশ কয়েকটি গ্রামে এই পানীয় জলের সমস্যা রয়েছে। তা সমাধান? পঞ্চায়েত প্রধান বললেন, “আমরা সমাধান করব বললেও করতে পারব না। কারণ, টিউব ওয়েল তৈরি করলেও সেই জলে আর্সেনিক পাওয়া যায়। ফলে টিউবওয়েলে তো হবে না। আর পিএইচ-কে বারবার জানালেও তাদের তরফ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি”।

এদিকে লকডাউন এর পর থেকে বন্ধ পাইপলাইনের কাজ। গ্রামের মানুষজন এখন স্থানীয় কুঁয়ো ও পাশের গ্রামে থাকা একটি নলকূপের উপর ভরসা করেছে। কবে গ্রামে পৌঁছবে বিশুদ্ধ পানীয় জল? এই প্রশ্নের ঘুরছে তাঁদের মাথায়।

জল সমস্যার পাশাপাশি রয়েছে আর্সেনিক বিপদ। যে ছাত্রছাত্রীরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের টিউব ওয়েলের জল খেত, তাদের দাঁতের রং গাঢ় হলুদ আকার ধারণ করেছে। শাসক দল যখন দাবি করছে, জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহলে ঢেলে উন্নয়ন হচ্ছে, তখন আলাদা ছবি এখানে। যেন উপেক্ষিত এই গ্রাম।

এ নিয়ে বিজেপি রাঢ়বঙ্গ জোনের অবজার্ভার পার্থসারথি কুণ্ডু বলেন, “তৃণমূল ভাঁওতাবাজি দিয়েই এসব কথা বলেছে। বলছে জঙ্গলমহলে উন্নয়ন হয়েছে। তৃণমূল সরকার বলে বারবার। কিন্তু উন্নয়ন যদি হয়েই থাকে তাহলে রায়পুর ব্লকের এই সমস্ত গ্রামগুলোয় পানীয় জলের এত সমস্যা কীসের?”

প্রসঙ্গত, জেলার একের পর এক এলাকা থেকে উঠে আসছে জল যন্ত্রণার ছবি। হাওড়া, পশ্চিম বর্ধমানের পর বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যার কথা উঠে এসেছে। এর আগে বাঁকুড়ার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের রিসাগাড়া গ্রামে চল্লিশ থেকে বিয়াল্লিশ পরিবারের জল নিয়ে দুরবস্থার কথা উঠে এসেছে। দীর্ঘদিন ধরেই গ্রামের কাঁচা রাস্তা ও পানীয় জলের সমস্যা রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন হলেও রিসাগাড়া গ্রামে অনুন্নয়নের ছাপ কার্যত স্পষ্ট। সেখানে পুকুরের জল খেয়ে দিন কাটছে তাঁদের।

আরও পড়ুন: Mystery Death: মাটিতে পড়ে বিষের শিশি, পায়ে লোহার বেড়ি, লিচু গাছে পাশাপাশি ঝুলছে যুবক ও যুবতীর দেহ!

Next Article