AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: চালুর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ, ‘কাটমানিতেই সব শেষ’, সরব বিরোধীরা

Bankura: চালু হওয়ার আগেই বিপদ। তৈরির চার বছরের মাথায় ধসে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ। দূর্নীতি আর কাটমানির অভিযোগে সরব বিরোধীরা। অভিযোগ উড়িয়ে ঠিকাদারের ভূমিকা খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির।

Bankura: চালুর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ, ‘কাটমানিতেই সব শেষ’, সরব বিরোধীরা
প্রতীকী ছবি Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2023 | 2:15 PM
Share

বাঁকুড়া: চালু হওয়ার আগেই ধসে পড়ল নবনির্মীত আইসিডিএস কেন্দ্রের ছাদ। দিন কয়েক আগেই বাঁকুড়ার (Bankura) তালডাংরা ব্লকের ময়রা গ্রামের নবনির্মীত ওই আইসিডিএস কেন্দ্রের ছাদ ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগেই ওই আইসিডিএস কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। তৈরির সময়েই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ওই আইসিডিএস ভবনে শিশুদের পাঠাতে অস্বীকার করেছিলেন স্থানীয় অভিভাবকরা। ফলে ভবনটি তৈরির পরেও সেখানে কাজ শুরু করা যায়নি।

বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রাম সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত। দীর্ঘদিন ধরেই এই গ্রামে একটি আইসিডিএস কেন্দ্র চলে আসছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবী মেনে আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয় সরকারিভাবে। একশো দিনের কাজের প্রকল্পে ২০১৯ – ২০২০ অর্থবর্ষে একটি পাকা ভবন তৈরি করা হয়। কিন্তু ভবনটি তৈরির সময়েই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা। কিন্তু সে সময় প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সে অভিযোগে কান দেয়নি বলে অভিযোগ।

তবে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি ওই ভবন যে কোনওদিন ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় ভবনটিতে শিশুদের পাঠাতে অস্বীকার করেন স্থানীয় অভিভাবকরা।  ফলে নব নির্মীত ওই ভবনে ওই আইসিডিএস চালুই করা যায়নি। এদিকে নির্মাণের চার বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি এই ভবন ধসে পড়ায় স্থানীয়দের আশঙ্কাই সত্যি হল। এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের দাবি, নির্মানের সময়ই নির্মান সামগ্রীর মান নিয়ে প্রশাসন নজর দিলে এমন ঘটনা ঘটত না। বিজেপির দাবি, শাসকদলের নেতাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের একাংশ কাটমানি ও আর দুর্নীতিতে যুক্ত থাকাতেই এমন ঘটনা ঘটল। তবে বিজেপির দাবি নস্যাৎ করেছে তৃণমূল। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, গোটা ঘটনাটি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।