Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sayantika on Suvendu: ‘মীরজাফরের মতোই কেউ আর সন্তানের নাম শুভেন্দু রাখবে না’

Bankura: বুধবার বাঁকুড়া পুরসভার সদ্য জয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে লাগামহীন বক্তব্য রাখার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

Sayantika on Suvendu: 'মীরজাফরের মতোই কেউ আর সন্তানের নাম শুভেন্দু রাখবে না'
শুভেন্দু অধিকারীকে আক্রমণ সায়ন্তিকার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 7:11 PM

বাঁকুড়া: আবারও লাগামহীন মন্তব্য তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দললেতাকে বেনজির আক্রমণ শানালেন তিনি। বললেন, “বাঙালি পরিবারে সন্তান জন্মালে কেউ শুভেন্দু নাম রাখবে না। ২০২১ এর পর থেকে তাঁর রাজনৈতিক জীবনে লোডশেডিং হয়ে গেছে।” বাঁকুড়ায় তৃণমূল রাজ্য সম্পাদকের এমন বক্তব্যে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে।

বুধবার বাঁকুড়া পুরসভার সদ্য জয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে লাগামহীন বক্তব্য রাখার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এদিন, সায়ন্তিকা বলেন, “মুসলিম পরিবারে জন্মালে কোনও ছেলের নাম যেমন মিরজাফর রাখা হয় না, তেমনই এরপর থেকে বাঙালি পরিবারে সন্তান জন্মালে কেউ শুভেন্দু নাম রাখবে না।” ২০২১ সালের পর থেকে তাঁর রাজনৈতিক জীবনে লোডশেডিং হয়ে গিয়েছে। তাঁর নীতি বেইমানি ও বিশ্বাসঘাতকতা করা। তা তিনি করেছেন। কিন্তু আমরা আমাদের কাজ করে যাব।”

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। এই বক্তব্যকে ‘নিম্নরুচির’ পরিচয় বলে উল্লেখ করে বিজেপি পালটা তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছে। বিজেপির দাবি, পশ্চিমবঙ্গের বুকে নির্মম ঘটনা ঘটছে। মহিলা শিশুদের দগ্ধ হতে হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তাঁর নামের সঙ্গে কাজ কী মিলছে? একজন বিরোধী দলনেতা হিসেবে তাঁর যা কাজ তিনি সঠিক ভাবে পালন করছেন। তাই এই ধরণের কথা বলে নিজেদেরই নিম্নরুচির পরিচয় দিচ্ছে ওরা। একসময়,  মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল দল গঠন করেছিলেন। তাহলে তাঁর ক্ষেত্রেও একই কথা খাটে।”

আরও পড়ুন: Bagtui Massacre: ‘সম্পূর্ণ রাজনৈতিক গণহত্যা’! শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি

আরও পড়ুন: Tarkeshwar Councilor Accident: বাইকে সজোরে ধাক্কা চার চাকার, আবারও নিশানায় তৃণমূল কাউন্সিলর