Petrol Pump: ডিজেল ভরতে গিয়ে জল ভরে ফিরল গাড়ি, তারপরেই সব শেষ! পেট্রোল পাম্পে আছড়ে পড়ল বিক্ষোভ
Petrol Pump: বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি ভুল স্বীকার করে গাড়িগুলি মেরামত করে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে বাধ্য হল পাম্প কর্তৃপক্ষ। বাঁকুড়ার জয়পুরের একটি পেট্রোল পাম্পে মঙ্গলবারের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।
বাঁকুড়া: জল মেশানো ডিজেল বিক্রির অভিযোগ পেট্রোল পাম্পের বিরুদ্ধে। অভিযোগ সেই ডিজেল কিনে বিকল বেশ কয়েকটি গাড়ির ইঞ্জিন। ঘটনার জেরে পেট্রোল পাম্পে বিক্ষোভ গ্রাহকদের। ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিল পাম্প কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পেট্রোল পাম্পে ডিজেল ভরাতে গিয়েছিলেন স্থানীয় ট্রাক্টর চালকেরা। তেল ভরার পরই ইঞ্জিন বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। গাড়ির ট্যাঙ্ক খুলে দেখা যায় ডিজেল নয় ট্যাঙ্কে ভরা রয়েছে জল। ডিজেলের বদলে পাম্প কর্তৃপক্ষ জল দিয়েছে অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন গাড়ি চালকেরা।
বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি ভুল স্বীকার করে গাড়িগুলি মেরামত করে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে বাধ্য হল পাম্প কর্তৃপক্ষ। বাঁকুড়ার জয়পুরের একটি পেট্রোল পাম্পে মঙ্গলবারের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সকাল থেকেই বিষ্ণুপুর কোতুলপুর রাস্তার উপর বাঁকুড়ার জয়পুরের কাছে থাকা একটি পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু হয়। দুপুরের দিকে স্থানীয় বেশ কয়েকটি ট্রাক্টর চালক পাম্প থেকে ডিজেল কেনে। কিন্তু ওই ট্রাক্টরগুলি সামান্য দূরত্ব যেতেই সেগুলির ইঞ্জিন বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। এরপর চালকেরা গাড়ির ট্যাঙ্ক খুলে দেখেন ডিজেল ভরার নামে আসলে ট্যাঙ্কে ভরে দেওয়া হয়েছে জল। এরপরই ওই পেট্রোল পাম্পে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।বিষয়টি জানাজানি হতেই পেট্রোল পাম্পের মালিক ওই পাম্প থেকে তেল বিক্রি বন্ধ করে খবর দেন তেল বিক্রিকারী সংস্থাকে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাফাই, সম্প্রতি ওই পাম্পে মাটির নিচে থাকা ডিজেলের রিজার্ভারে মেরামতির কাজ হয়। সেই কাজের সময় পাইপ লাইনে কোথাও লিকেজ ছিল। অতি বৃষ্টির জেরে সেই লিকেজ দিয়েই ডিজেলের রিজার্ভারে জল ঢুকে পড়ে এই বিপত্তি ঘটেছে। পাম্প মালিকের দাবি, ঘটনা জানার পরই ক্ষতিগ্রস্থ ট্রাক্টর-সহ অন্যান্য গাড়িগুলিকে ডেকে সেগুলির ইঞ্জিন মেরামত করার ব্যবস্থা করা হয়ে। পাশাপাশি পাম্পের ক্ষতিগ্রস্থ রিজার্ভার মেরামতির কাজও শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে।