বাঁকুড়া: মঙ্গলবার পুরুলিয়া ও বাঁকুড়ায় জোড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগে একশো জন কুড়মি সমাজকর্মী যোগ দিলেন তৃণমূলে। যদিও, এই যোগদান মানতে নারাজ কুড়মি সমাজ।লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আদিবাসী স্বীকৃতির দাবিতে নিজেদের আন্দোলনের তেজ বাড়াচ্ছে কুড়মি সমাজ। আর এর মাঝেই জঙ্গলমহল সফরে আগামিকাল পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি যাবেন বাঁকুড়াতেও। তার ঠিক আগেই সিমলাপাল ব্লকের পার্শ্বলায় কুড়মি সমাজের ১০০ জন সমাজকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছে শাসকদল। যদিও, যোগদানকারীদের কুড়মি সমাজকর্মী বলে মানতে নারাজ কুড়মি সমাজ।
রাজ্য নেতৃত্বের নির্দেশে সম্প্রতি বাঁকুড়ার জঙ্গলমহলে জনতার দরবার কর্মসূচি শুরু করেছে তৃণমূল। গতকাল সেই কর্মসূচি হয় সিমলাপাল ব্লকের পার্শ্বলা গ্রামে। তৃণমূল নেতৃত্বের দাবি, পার্শ্বলা গ্রামের সেই কর্মসূচিতে কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় একশো কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। দলে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি হয়ে তৃণমূলে যোগদান করেছেন এই ১০০ জন। আমরা খুবই খুশি।” যোগদানকারী নেতা সঞ্জয় মাহাতো বলেন, “ওরা তো বাধ্য করেছিল। সেই কারণে দল থেকে সরে যেতে হয়েছিল। এখন আবার তৃণমূলে ফিরে এলাম স্বেচ্ছায়।”
তৃণমূলে যোগ দেওয়া কুড়মিদের দাবি সমাজের চাপেই সমাজ আন্দোলনে যোগ দিয়েছিলেন। অপর কুড়মি সমাজের নেতৃত্বের দাবি কে বা কারা তৃণমূলে যোগ দিয়েছেন তা জানা নেই। তাঁরা কোনওদিন সমাজ আন্দোলনে ছিলেন কি না তাও জানা নেই।