
বাঁকুড়া: গত ১৪ বছর রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সামনেই বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই বাংলার ভোটাররা পরবর্তী সরকার বেছে নেবেন। তার আগে দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। দলের রাজনৈতিক সম্মেলনে দলের একাংশকে তোপ দেগে বললেন, “দলটা কারও বাবার জমিদারি নয়। যারা কিছু পায়নি, তারা দলের কথা ভাবছে। আর যারা পেয়েছে তারা আরও দাও, আরও দাও করছে।” বিধায়কের ওই বক্তব্যের পর অস্বস্তিতে পড়ে যায় দলের জেলা নেতৃত্ব।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসকদল। দলের অন্দরে বেনো জল রুখে সক্রিয় কর্মীদের আরও বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে জেলা নেতৃত্বের তরফে। এবার সেই প্রসঙ্গ টেনে প্রকাশ্য মঞ্চ থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়।
গতকাল বাঁকুড়ার জয়পুরে ভাস্করানন্দ মঞ্চে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কিষাণ খেতমজুর সেল রাজনৈতিক সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে বড়জোড়ার বিধায়ক বলেন, “দলটা কারও বাবার জমিদারি নয়। আজকে দিয়েছে। কালকে নাও দিতে পারে। তা বলে চায়ের দোকানে বসে পরনিন্দা ও পরচর্চা করে দলকে দুর্বল করব, তা বরদাস্ত করা হবে না। এদের দল করার প্রয়োজন নেই। কলকাতা আগাম তা জানিয়ে দিয়েছে।”
এরপরই বিধায়ক অলোক মুখোপাধ্যায় দলের নেতা ও কর্মীদের একশ্রেণির প্রতি ইঙ্গিত করে বলেন, “যারা কিছু পায়নি, তারাই দলের কথা ভাবছে। আর যারা পেয়েছে, তারা আরও দাও, আরও দাও করছে। নাহলে তারা অন্য কোথাও চলে যাওয়ার কথা বলছে।” পরে নিজের বক্তব্যকে সমর্থন করে বিধায়ক অলোক মুখোপাধ্যায় কার্যত দলের অন্দরেই এমন নেতা কর্মীদের উপস্থিতি স্বীকার করে নেন। তবে কারও নাম নিতে চাননি তিনি।
যদিও বিধায়কের প্রকাশ্যে এমন মন্তব্যে অস্বস্তিতে পড়ে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “অলোকদা যেহেতু এমন বক্তব্য রেখেছেন, এর জবাব উনিই দিতে পারবেন।”