AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arup Chakrobarty: 'আগে খাটো তারপরে খাবে', কাকে বললেন তৃণমূল সাংসদ?

Arup Chakrobarty: ‘আগে খাটো তারপরে খাবে’, কাকে বললেন তৃণমূল সাংসদ?

Hirak Mukherjee

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Nov 05, 2025 | 12:50 PM

Share

গতকাল বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃনমূলের বিএলএ দের দলীয় ভাবে প্রশিক্ষণ সভার আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব। সেই সভায় প্রশিক্ষণ শুরুর পর বেশ কিছুটা দেরিতে সভায় ঢোকেন বাঁকুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রাজু লোহার। আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মঞ্চে থাকা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। 

‘খেটে খাও, আগে খাটো তারপরে খাও। তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে, পেট মোটা করবে আর ভোটের দলীয় মিটিংয়ে আসবে না। এটা চলতে পারে না।’ দলের সভা থেকে প্রকাশ্যেই দলের এক কাউন্সিলারকে এই ভাষাতেই ধমক দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। বিজেপির কটাক্ষ নিজের দলের কর্মীদের প্রতি আস্থা হারিয়েই সাংসদ এমন মন্তব্য করেছেন। গতকাল বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃনমূলের বিএলএ দের দলীয় ভাবে প্রশিক্ষণ সভার আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব। সেই সভায় প্রশিক্ষণ শুরুর পর বেশ কিছুটা দেরিতে সভায় ঢোকেন বাঁকুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রাজু লোহার। আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মঞ্চে থাকা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী।