SIR: খসড়া তালিকায় BLO-র দাদার সঙ্গেই জুড়ে গেলেন এক ‘রহস্যময়ী’ মহিলা! কেসটা কী?
SIR In WB: খসড়া তালিকা হাতে নিজের নিজের ভোট গ্রহণ কেন্দ্রে বসে স্থানীয় ভোটারদের নাম সেখানে রয়েছে কিনা তা জানাচ্ছেন সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের বিএলও-রা। এভাবেই নিজের বুথের ভোটারদের পরিষেবা দিতে গিয়ে রীতিমতো চমকে উঠলেন বাঁকুড়া বিধানসভার ৭০ নম্বর বুথের বিএলও জগবন্ধু দে।

বাঁকুড়া: এসআইআর-এর পর নির্ভুল ভোটার তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ধরা পড়ল ত্রুটি। খসড়া ভোটার তালিকায় খোদ বিএলও-র দাদার নামের পাশেই স্থান পেল অজ্ঞাপরিচয় মহিলার ছবি। কমিশনের ভুল নাকি অন্য ত্রুটি তা নিয়ে ধন্দে খোদ বিএলও। নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবারই প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। রাজ্যের প্রতিটি বিএলওর কাছে পৌঁছে গেছে সেই তালিকা।
খসড়া তালিকা হাতে নিজের নিজের ভোট গ্রহণ কেন্দ্রে বসে স্থানীয় ভোটারদের নাম সেখানে রয়েছে কিনা তা জানাচ্ছেন সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের বিএলও-রা। এভাবেই নিজের বুথের ভোটারদের পরিষেবা দিতে গিয়ে রীতিমতো চমকে উঠলেন বাঁকুড়া বিধানসভার ৭০ নম্বর বুথের বিএলও জগবন্ধু দে। তালিকায় তাঁর নিজের দাদা রাজু দে-র নাম, পিতার নাম, বয়স, লিঙ্গ-সহ অন্যান্য তথ্য যথাযথ থাকলেও তাঁর নামের পাশে ছবি রয়েছে অজ্ঞাতপরিচিত মহিলার।
বিএলও জগবন্ধু দের দাবি, তাঁর দাদা কাজের সূত্রে ভিন জেলায় রয়েছেন। কিন্তু অন্যান্য ভোটারদের মতোই তাঁর দাদাও এনুমারেশন ফর্মে যথাযথ তথ্য ও নিজের ছবি জমা দিয়েছিলেন তাঁর দাদা রাজু দে। সেই তথ্য তিনি নিজে হাতে কমিশনের পোর্টালে ডিজিটাইজড করেছিলেন। অর্থাৎ তাঁর সেক্ষেত্রে ভুল হয়নি। তারপরেও খসড় ভোটার তালিকায় দাদার নামের পাশে কীভাবে মহিলার ছবি এল, তা দেখে হতবাক তিনি। তাঁর দাবি, এরফলে দাদার ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আগামীদিনে সংশোধনী ফর্ম পূরণ করে ছবি সংক্রান্ত ত্রুটি সংশোধন করতে হবে বলেও জানিয়েছেন ওই বিএলও।
