Bishnupur: বিষ্ণুপুরের হোটেলে দুই যুবকের চরম অবস্থা, দৃশ্য দেখে তো সকলে থ!
Bishnupur: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু'দিন আগে ঝড়ের তাণ্ডবে হেতাগড়ার ওই হোটেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই ওই দুই যুবক আসেন হোটেলে কাজ করতে। স্থানীয় বাসিন্দা তাঁরা। হোটেলেই কারেন্টের কাজ করার সময় তড়িদাহত হন।

বাঁকুড়া: হোটেলে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়েছিলেন। আর সেখানেই পাতা ছিল মরণফাঁদ। সেখানেই তড়িদাহত হয়ে মৃত্যু হল দুই ইলেকট্রিক মিস্ত্রির। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার হেতাগড়া এলাকার ঘটনা। রবিবার সন্ধ্য়ার ঘটনা। নিহতদের নাম অশোক দিগর ও বরুণ শিকারি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন আগে ঝড়ের তাণ্ডবে হেতাগড়ার ওই হোটেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই ওই দুই যুবক আসেন হোটেলে কাজ করতে। স্থানীয় বাসিন্দা তাঁরা। হোটেলেই কারেন্টের কাজ করার সময় তড়িদাহত হন। হোটেলের কর্মীরা তাঁদের সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
বাঁকাদহ গ্রামপঞ্চায়েতের দিঘিরপাড়া এলাকায় বাড়ি ছিল অশোক দিগরের, বরুণ শিকারির বাড়ি এই গ্রামপঞ্চায়েতের চিতরং গ্রামে। খবর পেয়ে হাসপাতালে আসেন বরুণের কাকা প্রশান্ত শিকারি। তিনি বলেন, “শুনলাম হোটেলে কাজ করতে গিয়ে শক খেয়েছে। বুঝলাম না কীভাবে এত কিছু ঘটে গেল!” খবর পেয়ে আসেন অশোকের বাড়ির লোকও। এ প্রসঙ্গে হোটেলের ম্যানেজার রাজীব লোহার বলেন, “আমাদের হোটেলে ২-৩টে আলো জ্বলছিল না। সেগুলি ঠিক করছিল। কোনওভাবে শক লাগে। তারপরই দেখলাম হঠাৎ করে দু’জন পড়ে গেল।”





